thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

‘পাহাড়ে অশান্তি সৃষ্টিকারীদের নির্মূল করা হবে’

২০১৯ অক্টোবর ১৭ ১৮:০৪:৩৩
‘পাহাড়ে অশান্তি সৃষ্টিকারীদের নির্মূল করা হবে’

রাঙামাটি প্রতিনিধি: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠায় জননেত্রী শেখ হাসিনা শান্তিচুক্তি করেছেন। এতে পাহাড়ে শান্তির সুবাতাস বইছে। কিছু সন্ত্রাসীর কারণে তা বাধাগ্রস্ত হতে দেয়া যাবে না। যেকোনো মূল্যে অশান্তি সৃষ্টিকারীদের নির্মূল করা হবে।

বৃহস্পতিবার রাঙামাটির ক্ষুদ্র নৃ-গোষ্ঠির সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে তিন পার্বত্য জেলার আইনশৃঙ্খলা সংক্রান্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈ সিং এমপির সভাপতিত্বে সভায় রাঙামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বাসন্তী চাকমা, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মেসবাহুল ইসলাম, অতিরিক্ত সচিব সুদত্ত চাকমা, পুলিশের মহাপরিদর্শক জাবেদ পাটোয়ারী, র‌্যাবের মহাপরিচালক বেনজির আহাম্মেদ, বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল সাফিনুল ইসলাম, আনসার ব্যাটালিয়নের মহাপরিচালক মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদসহ তিন পার্বত্য জেলার সার্কেল চিফগণ, জেলা পরিষদের চেয়ারম্যানগণ, হেডম্যান, কার্বারি ও স্থানীয় গণ‌্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পার্বত্য চট্টগ্রামের সার্বিক পরিস্থিতি স্থিতিশীল রাখতে যা যা করণীয় তার সবটুকুই করবে সরকার। অপার সম্ভাবনাময় পার্বত্য অঞ্চলের জনগণের জন্য এখানে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় কী করণীয় তা জানতেই আমরা রাঙামাটিতে এ বিশেষ সভার আয়োজন করেছি।

এর আগে গতকাল বিকেলে রাঙামাটিতে এসে সন্ধ্যা সোয়া ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীসহ গোয়েন্দা সংস্থার প্রতিনিধি ও প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের নিয়ে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিশেষ আইনশৃঙ্খলা সভা করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

(দ্য রিপোর্ট/আরজেড/অক্টোবর ১৭,২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর