thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

বসানো হলো পদ্মা সেতুর ১৫তম স্প্যান

২০১৯ অক্টোবর ২২ ২০:০৭:৩১
বসানো হলো পদ্মা সেতুর ১৫তম স্প্যান

মুন্সিগঞ্জ প্রতিনিধি: সফলভাবে পদ্মা সেতুর ১৫তম স্প্যান বসানো হয়েছে। আজ মঙ্গলবার সেতুর ২৩ ও ২৪ নম্বর পিলারের উপর এ স্প্যান বসানোর মধ্যদিয়ে সোয়া দুই কিলোমিটার সেতুর কাজ দৃশ্যমান হলো।

প্রাথমিকভাবে একটি স্প্যান বয়ে নিয়ে পিলারের উপর তুলতে পরবর্তী ২৪ ঘণ্টা সময় নেয়া হয়। তবে এবার নদীর তলদেশে পলির কথা বিবেচনায় রেখে এর জন্য সময় নেয়া হয়েছিলো ৪৮ ঘণ্টা।

সেতুর কাজে ব্যবহৃত ৩টি ড্রেজার কাজ করেছে ২৪ ঘণ্টা। নদীর তলদেশ থেকে পলি কেটে ক্রেন চলার পথ পরিষ্কার করা হয়েছে। কিন্তু তাতেও পর্যাপ্ত গভীরতা তৈরি করা যাচ্ছিলো না। তাই স্প্যানটি বসাতে কিছুটা বিলম্ব হচ্ছিলো।

গত ১৪ তারিখ জাজিরা থেকে স্প্যান নিয়ে যাওয়ার পর দীর্ঘ সময় ক্রেনেই ঝুলিয়ে রাখা হয় স্প্যান। আগের স্প্যানের সঙ্গে নতুন স্প্যান জোড়া দিতে যে র‌্যাফটিং ক্রেন ব্যবহার করা হয় নির্ধারিত পিলারের কাছে সেটিও বহন করে নেয়া যাচ্ছিলো না। এর আগেও নাব্য সংকটের কারণে দ্বিতীয় স্প্যান বসাতে বাড়তি একদিন সময় লেগেছিল।

তবে স্প্যান নিয়ে যাওয়ার ৮ দিন পরে সব অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে বসানো পদ্মা সেতুর ১৫তম স্প্যান সফলভাবে বসানো সম্ভব হলো।

(দ্য রিপোর্ট/আরজেড/অক্টোবর ২২,২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর