thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

টঙ্গিতে ঝুটের গুদামে ভয়াবহ আগুন

২০১৯ অক্টোবর ২৪ ১০:০৩:৩৪
টঙ্গিতে ঝুটের গুদামে ভয়াবহ আগুন

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গীর মিলগেট এলাকায় ছয়টি ঝুটের গুদাম পুড়ে ছাই হয়েছে।

বৃহস্পতিবার ভোর সোয়া ৫টার দিকে লাগা এই আগুন ফায়ার সার্ভিসের সাত ইউনিটের কর্মীরা প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনেন।

টঙ্গী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. আতিকুর রহমান জানান, ভোরে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ভয়াবহ আকার ধারণ করে। খবর পেয়ে টঙ্গী ফায়ার স্টেশনের চার এবং ঢাকার উত্তরা ফায়ার স্টেশনের তিন ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে ঝুটের ছয় গুদাম এবং গুদামে থাকা ঝুটসহ অন্যান্য মালামাল পুড়ে যায়।

সকাল ৯টার দিকে ড্যাম্পিংয়ের (আগুন পুরোপুরি নেভানোর) কাজ চলছিল। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায় নি।

(দ্য রিপোর্ট/আরজেড/অক্টোবর ২৪,২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর