thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

দিনাজপুরে ট্রাক উল্টে নিহত ৩

২০১৯ নভেম্বর ০১ ১১:৩০:৪৫
দিনাজপুরে ট্রাক উল্টে নিহত ৩

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে ফুলবাড়ীতে রডবোঝাই একটি ট্রাক খাদে পরার পর উল্টে গিয়ে এর চালকসহ তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে দিনাজপুর গবিন্দগঞ্জ মহাসড়কের ফুলবাড়ী উপজেলার লক্ষ্মীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ট্রাকচালক আল আমিন ( ৪২) , দুই সহকারী সাজ্জাদ হোসেন (৩২) ও আলামিন (৩০)।

ফুলবাড়ী থানার ওসি ফকরুল ইসলাম জানান, বিরামপুর থেকে রড নিয়ে ফুলবাড়ী আসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি রাস্তার পাশে খাদে পড়ে উল্টে যায়। এসময় ট্রাকে থাকা রডের নিচে চাপা পড়ে চালক আল আমিন ও হেলপার সাজ্জাদ হোসেন ঘটনাস্থলেই নিহত হন।

অপর আহত হেলপার আলামিনকে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানেই তার মৃত্যু হয়। দুর্ঘটনায় নিহত সবার বাড়ি বিরামপুর উপজেলার দুর্গাপুর গ্রামে।

ফুলবাড়ী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার সোহেল জানান, তারা রডের নিচে চাপা পড়া দুইজনের মরদেহ উদ্ধার করেছেন। আহত একজনকে স্থানীয়রা উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর তিনি মারা যান।

(দ্য রিপোর্ট/আরজেড/নভেম্বর ০১,২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর