শুদ্ধি অভিযানের মাঝেও সড়কে কোটি কোটি টাকার চাঁদাবাজি!
![শুদ্ধি অভিযানের মাঝেও সড়কে কোটি কোটি টাকার চাঁদাবাজি!](https://bangla.thereport24.com/article_images/2019/11/02/zz.jpg)
দ্য রিপোর্ট প্রতিবেদক: শুদ্ধি অভিযানের মাঝেও বেপরোয়া পরিবহন চাঁদাবাজরা। টার্মিনালভিত্তিক সিন্ডিকেটের নিয়ন্ত্রণে চলছে অর্থ আদায়। এরা সবাই এক সুতোয় বাঁধা। এদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে মালিক সমিতি, শ্রমিক সমিতি, অসাধু পুলিশ কর্মকর্তা ও ক্ষমতাসীন দলের কিছু নেতা।
মাসে নগরীর ৪ টার্মিনাল, বিভিন্ন পয়েন্ট ও সড়ক থেকে আদায় হচ্ছে ৬০ কোটি টাকা। প্রতিদিন আদায় হচ্ছে দুই কোটি টাকা।
গণপরিবহন, অবৈধ লেগুনা ও ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের কাছ থেকে কেড়ে নেয়া হচ্ছে এ অর্থ। এর ভাগ যাচ্ছে অনেক দূর।
পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, সড়কে গাড়ির চাকা ঘুরলেই গুনতে হয় চাঁদা। মহাখালী, ফুলবাড়িয়া, গাবতলী ও সায়েদাবাদ বাস টার্মিনালসহ রাজধানীর পরিবহন ব্যবস্থার একচ্ছত্র নিয়ন্ত্রক এই সিন্ডিকেট। এ চক্রের হাতে জিম্মি ২০ লক্ষাধিক পরিবহন শ্রমিক।
বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি ও জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা এমপি বলেন, সড়কে এখন কোনো চাঁদাবাজি হচ্ছে না। যদি কেউ চাঁদাবাজি করে থাকে তবে যারা কোম্পানি করেছে তারা হয়তো করছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সঙ্গে তাদের সংশ্লিষ্টতা নেই।
তিনি বলেন, অন্যান্য যেসব খাতে চাঁদাবাজি হচ্ছে সেগুলো তো আর আমি বলতে পারি না।
বিপ্লবী সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের মহাসচিব আলী রেজা বলেন, মধ্যস্বত্বভোগীরা কোম্পানি খুলে জিপির (গেট পাস) নামে হরিলুট চালাচ্ছে। চাঁদাবাজি বন্ধ করতে হলে কোম্পানি সিন্ডিকেট ভাঙতে হবে।
এ ছাড়া বন্ধ হবে না। ব্যাঙের ছাতার মতো শ্রমিক সংগঠনের রেজিস্ট্রেশন না দিয়ে সংগঠনগুলোকে নিয়ন্ত্রণেরও আহ্বান জানান তিনি।
গণপরিবহনের চাঁদাবাজি নিয়ে চলছে অভ্যন্তরীণ দ্বন্দ্ব। আগে একজনের নেতৃত্বে সিন্ডিকেট পরিচালিত হতো। কিন্তু শুদ্ধি অভিযানে নেতা গ্রেফতার হওয়ার পর কে চাঁদার টাকা নেবেন তা নিয়ে ভেতরে ভেতরে তীব্র প্রতিযোগিতা চলছে।
দ্বিতীয় সারির নেতারা নিজস্ব বাহিনী নিয়ে মহড়া দিচ্ছেন টার্মিনালগুলোতে। এ অবস্থায় প্রভাবশালী অনেককেই টাকা দিতে হচ্ছে। এনিয়ে একপক্ষ দোষারোপ করছে আরেক পক্ষকে।
অন্যদিকে পুলিশের নামেও পরিবহন থেকে চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে। নগরীর বিভিন্ন সড়কে লেগুনা, সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশা থেকেও তোলা হচ্ছে চাঁদা।
ট্রাফিক পুলিশের অতিরিক্ত কমিশনার মো. মফিজ উদ্দিন আহমেদ বলেন, আমরা পরিবহনের সিস্টেমকে ডিজিটাল করার চেষ্টা করছি। টিকিট সিস্টেম, কল্যাণ ফান্ডের জন্য কেউ চাঁদা নিলে ব্যাংকের মাধ্যমে নেবে। আমরা মালিক শ্রমিক ও আমাদের লোকজন নিয়ে বসব। সিস্টেম ডেভেলপ করলে আমার মনে হয় এসব অনিয়ম অটোমেটিক বন্ধ বা কমে যাবে। তিনি বলেন, পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজির সুনির্দিষ্ট কোনো অভিযোগ পেলে আমরা কঠোর ব্যবস্থা নেব।
জানা গেছে, গুলিস্তান-ফুলবাড়িয়া বাস টার্মিনাল থেকে ৩৪টি কোম্পানির ১ হাজার ৬৮৮টি বাস বিভিন্ন রোডে চলাচল করে। সায়েদাবাদ টার্মিনাল থেকে চলাচল করে সাড়ে তিন হাজার গাড়ি। একইভাবে মহাখালী থেকে আড়াই হাজার, গুলিস্তান থেকে ১২০০, মিরপুর থেকে ৭০০, আজিমপুর থেকে ৫০০, মতিঝিল কমলাপুরে ৪০০, গাবতলী টার্মিনালে ৩ হাজার ২০০, ভাসমান আরও ১ হাজার ৩০০ গাড়ি চলাচল করে। সব মিলিয়ে ১৫ হাজার গাড়ি (গণপরিবহন) চলাচল করে নগরীর বিভিন্ন রোডে।
প্রতিটি গাড়ি থেকে জিপি (গেট পাস) দিনে আদায় করা হয় গড়ে ১ হাজার ১০০ টাকা করে। এ খাতে প্রতিদিন মোট আদায় হয় ১ কোটি ৬৫ লাখ টাকার বেশি। শুধু জিপি থেকেই মাসে আদায় ৪৯ কোটি ৫০ লাখ টাকা।
এ ছাড়া মালিক সমিতি, ঢাকা সড়ক পরিবহন সমিতি, হরতাল ভাংচুর ভর্তুকি, ইফতার, অফিস ক্রয়, কমিউনিটি পুলিশ, বোবা ফান্ড (কমন ফান্ড) সুপারভাইজার, কাঙালি, লাঠি বাহিনীর নামে প্রতিদিন চাঁদা আদায় হচ্ছে। মাসে এর পরিমাণ দাঁড়ায় ১০ কোটি টাকার বেশি। সব মিলিয়ে গণপরিবহন থেকেই মাসে আদায় ৬০ কোটি টাকা। এ ছাড়া লেগুনা, ইজিবাইক, ব্যাটারিচালিত রিকশা থেকে জোর করে টাকা আদায় হচ্ছে।
গুলিস্তান-ফুলবাড়িয়া বাস টার্মিনাল থেকে ৩৪টি কোম্পানির ১ হাজার ৬৮৮টি বাস বিভিন্ন রোডে চলাচল করে। বাসগুলো থেকে গড়ে ১ হাজার ১০০ টাকা হিসাবে জিপি (গেট পাস) আদায় করা হয় দিনে ১৮ লাখ ৫৬ হাজার টাকার বেশি। এ ছাড়া শ্রমিক ইউনিয়নের নামে ৩০ টাকা হারে আদায় হয় দিনে ৫১ হাজার টাকা, মাসে ১৫ লাখ ৩০ হাজার টাকা। বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের নামে আদায় হয় দিনে ৮৫ হাজার টাকা। মাসে ২৫ লাখ ৫০ হাজার টাকা।
মালিক সমিতির নামে মাসে ৩ কোটি ৩০ লাখ ৯৪ হাজার ২০০ টাকা, ঢাকা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নামে ৪০ লাখ ৫১ হাজার ২০০ টাকা, হরতাল ভাংচুর ভর্তুকির নামে ১০ লাখ ১২ হাজার ৮০০ টাকা, অফিস ক্রয়ের নামে ১০ লাখ ১২ হাজার ৮০০ টাকা, কমিউনিটি পুলিশের নামে ১০ লাখ ১২ হাজার ৮০০ টাকা, কমন ফান্ড বা বোবা ফান্ডের নামে ১ কোটি ২ লাখ ১৮ হাজার টাকা, সুপারভাইজারদের খাতে আদায় হয় ৩০ লাখ ৩৮ হাজার ৪০০ টাকা। সব মিলিয়ে ফুলবাড়িয়া টার্মিনাল থেকেই আদায় হয় ১১ কোটি ৩২ লাখ ২৪ হাজার ২০০ টাকা।
একইভাবে টাকা আদায় হয় গাবতলী টার্মিনাল, মহাখালী টার্মিনাল ও সায়েদাবাদ টার্মিনালে। সায়েদাবাদ টার্মিনালে গাড়িচালক বাবুল মিয়া জানিয়েছেন, টার্মিনাল থেকে গাড়ি বের করার আগেই গুনতে হয় জিপির টাকা। তিনি জানান, ৮০০ থেকে শুরু করে ১ হাজার ৮০০ টাকা পর্যন্ত জিপি আদায় করা হয় বিভিন্ন পরিবহনে।
সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য লীগের সদস্য সচিব ইসমাইল হোসেন বাচ্চু বলেন, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খোন্দকার এনায়েত উল্লাহর নেতৃত্বে সড়ক ও টার্মিনালে চাঁদাবাজি হচ্ছে।
বাচ্চুর অভিযোগ- প্রতিটা টার্মিনালেই রয়েছে খোন্দকার এনায়েত উল্লাহর নিজস্ব লোক। তারা চাঁদাবাজি নিয়ন্ত্রণ করে।
টুপি বাবুলসহ বেশ কয়েকজনের নাম উল্লেখ করে তিনি বলেন, এরা সবাই খোন্দকার এনায়েত উল্লাহর লোক।
টুপি বাবুল বলেন, তিনি এয়ারপোর্ট মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক। খোন্দকার এনায়েত উল্লাহর লোক বলে তিনি শিকার করেন। বাকিদের সঙ্গে যোগাযোগ করে পাওয়া যায়নি।
এ প্রসঙ্গে খোন্দকার এনায়েত উল্লাহ বলেন, বাচ্চু যাদের নাম উল্লেখ করেছেন, এরা আমার লোক হবে কেন? তাদের প্রত্যেকের একটা পরিচয় আছে।
তিনি পাল্টা অভিযোগ করে বলেন, ফুলবাড়িয়ার শ্রমিক নেতা ছিলেন ইসমাইল হোসেন বাচ্চু। চাঁদাবাজির কারণে তাকে সেখান থেকে বহিষ্কার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলাও রয়েছে। তিনি আমার বিরুদ্ধে নানা অভিযোগ করছেন।
এনায়েত উল্লাহ বলেন, সড়কে চাঁদাবাজি বলতে কোম্পানির নামে যে জিপি আদায় করা হয় তা মারাত্মক। প্রতিটা বাস থেকে ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকা আদায় করা হয়। আমরা এটা বন্ধের চেষ্টা করছি।
এদিকে সরেজমিন দেখা গেছে, গুলিস্তান থেকে আবদুল্লাহপুর রোডের এক গাড়ির চালক গুলিস্তানে যাত্রার শুরুতেই ১ হাজার ২৮০ টাকা জিপি দিচ্ছেন।
এই চালক বলেন, ট্রিপ নিয়ে যাওয়া এবং আসার পথেও এভাবেই চাঁদা দিতে হয়। গুলিস্তানের পর প্রেস ক্লাবের সামনে ১০ টাকা, শাহবাগে ১০ টাকা, ফার্মগেটে ৪০ টাকা, মহাখালীতে ১০ টাকা, বনানীতে ১০ টাকা, শ্যাওড়ায় ১০ টাকা, খিলক্ষেতে ১০ টাকা, আবদুল্লাহপুরে ৪০ টাকা চাঁদা দিতে দেখা যায়।
তার দাবি- এসব চাঁদার টাকা খোন্দকার এনায়েত উল্লাহসহ রাঘববোয়ালদের পকেটে যায়।
তিনি বলেন, মালিক সমিতির নামে চাঁদাবাজির কারণে গাড়ির মালিক ও শ্রমিকদের পথে বসে যাওয়ার উপক্রম হয়েছে।
তিনি বলেন, চাঁদা পরিশোধ এবং মালিককে পাওনা বুঝিয়ে দেয়ার পর নিজেদের কাছে আর কিছুই থাকে না।
এদিকে শুধু বাস-মিনিবাস নয়, ঢাকার বিভিন্ন এলাকায় চলাচলকারী টেম্পো, অটোটেম্পো, লেগুনা এমনকি ইজিবাইক ও মোটরচালিত রিকশা থেকেও প্রতিদিন চাঁদা তোলা হচ্ছে।
ক্ষমতাসীন দলের বিভিন্ন নেতা ও পুলিশের নামে এসব অবৈধ যান থেকে প্রতিদিন লাখ লাখ টাকা আদায় করা হচ্ছে। প্রায় ৭০০ লেগুনা চলে রাজধানীর ১২টি রুটে।
এ ছাড়া উত্তরা, মিরপুর, মোহাম্মদপুর, খিলগাঁওসহ নগরীর বিভিন্ন এলাকায় ইজিবাইক ও ব্যাটারিচালিত রিকশা অবৈধভাবে চলাচল করছে।
লেগুনাগুলো দৈনিক ১ হাজার ৫০০ টাকা জমা বা ভাড়া আদায়ের ৩০ শতাংশ কমিশন দিয়ে চলে। গ্যাস, সহকারীর খরচ বাদ দিয়ে যা থাকে, তা-ই চালক নেন। এসব খরচ বাদেও প্রতিদিন চালককে গুনতে হয় ‘লাইন খরচের’ টাকা। রুটভেদে দিনে গাড়িপ্রতি দেড়শ’ টাকা থেকে ৩০০ টাকা পর্যন্ত চাঁদা দেন তারা। ক্ষমতাসীন দলের স্থানীয় বিভিন্ন নেতার পরিচয়ে চাঁদাবাজি হয়।
মোহাম্মদপুর এলাকায় কাউন্সিলর তারেকুজ্জামান রাজিবের সহযোগীদের বিরুদ্ধে রয়েছে লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ। রাজিবের অন্যতম সহযোগী সিএনজি কামাল হাজারীবাগের সেকশন থেকে গাবতলীগামী ১২০টি লেগুনা থেকে ১৫০ টাকা করে প্রতিদিন ১৮ হাজার টাকা আদায় করত।
এ ছাড়া মোহাম্মদপুর থেকে গুলশান রুটে ৮০টি লেগুনা, ফার্মগেট থেকে মোহাম্মদপুর, ঝিগাতলা, কৃষি মার্কেট, বড়বাগ রুটে ঢাকা ইন্দিরা পরিবহনের প্রায় ২০০ লেগুনায় চাঁদা আদায় করত রাজিবের সহযোগীরা।
রাজিব গ্রেফতার হওয়ার পর এদের কেউ কেউ গা ঢাকা দিলে তারা তাদের সহযোগীদের দিয়ে চাঁদা আদায় করছে। মিরপুর-২ থেকে ৬০ ফুট রোডে রেডিও মোড় পর্যন্ত চলাচল করে ১০০টি লেগুনা।
লেগুনাচালক ও সংশ্লিষ্টদের অভিযোগ, এ রুটের প্রতিটি লেগুনা থেকে ১০০ টাকা করে চাঁদা নেয় মাসুদ রানা নামে এক যুবক। সে স্থানীয় বিভিন্ন নেতার নাম ভাঙিয়ে চাঁদাবাজি করছে। এ ছাড়া ব্যাটারিচালিত অটোরিকশা, রিকশা, সিএনজিচালিত অটোরিকশা থেকেও বেশুমার চাঁদাবাজি চলছে। মোহাম্মদপুর থেকে হাজারীবাগের সেকশন রোডে ১৬০টি অটোবাইক থেকে প্রতিদিন ২৪ হাজার টাকা উঠে রাজিবের সহযোগী সিএনজি কামালের নামে।
রাজিবের বড় ভাই রাসেলের নামে মোহাম্মদপুর থেকে ঢাকা উদ্যানগামী অটোবাইক থেকে ১০ হাজার টাকা তোলা হয়। এ ছাড়া মোহাম্মদপুর-বছিলা রোডে রাজিবের সহযোগী অভি ফারুক ২০টি অটোরিকশা থেকে প্রতিদিন ৬০ হাজার টাকা তুলত। রাজিবের সহযোগীরা গা ঢাকা দিলেও তাদের সহযোগীরা এখন এগুলো নিয়ন্ত্রণ করছে।
এভাবে নগরীর প্রতিটি এলাকায় প্রভাবশালী ও তাদের সহযোগীদের ছত্রছায়ায় চলছে চাঁদাবাজি। পল্লবী এলাকায় চলাচলরত অবৈধ অটোরিকশা থেকে টাকা আদায়ের অভিযোগ রয়েছে ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক তাইজুল ইসলাম বাপ্পী ও তার লোকজনের বিরুদ্ধে।
তবে অভিযোগ অস্বীকার করে বাপ্পী বলেছেন, আমি এসবে জড়িত নই। আমি একাধিকবার অটোরিকশা ডাম্পিং করিয়েছি। একবার ১০০-র বেশি রিকশার ব্যাটারি খুলেও রাখি। চাঁদাবাজির সঙ্গে আমার কোনো সংশ্লিষ্টতা নেই।
(দ্য রিপোর্ট/আরজেড/নভেম্বর ০২,২০১৯)
পাঠকের মতামত:
![SMS Alert](https://bangla.thereport24.com/banner/Mobile_apps_1.jpg)
- রঙ করে ঢেকে দেওয়া হলো শেখ মুজিবুরের ‘সবচেয়ে বড়’ ম্যুরাল
- জুলাই গণঅভ্যুত্থান : আহত ৬ জনকে পাঠানো হলো ব্যাংকক
- ইউরোপিয়ান ফুটবল: বার্সার জয়ের রাতে অঘটনের হার লিভারপুলের
- হামজাকে নিয়ে ভারতের বিপক্ষে দল ঘোষণা বাংলাদেশের
- স্টিল-অ্যালুমিনিয়ামের ওপর শুল্ক আরোপ করবেন ট্রাম্প
- সারাদেশে সমাবেশের পূর্ণাঙ্গ কর্মসূচি ঘোষণা বিএনপির
- সাত কোম্পানিকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর
- আবরার ফাহাদ হত্যা মামলা : হাইকোর্টে আপিল শুনানি শুরু
- মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে মুদ্রানীতি ঘোষণা বিকেলে
- জয়কে অপহরণ ও হত্যাচেষ্টা মামলা থেকে খালাস পেলেন মাহমুদুর রহমান
- সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবে বিএনপি
- এবার ধানমন্ডি ৩২ নম্বরে গেল সিআইডির ক্রাইম সিন
- যুক্তরাজ্যে টিউলিপ সিদ্দিকের অবৈধ তহবিল জব্দ করবে বাংলাদেশ
- জমকালো আয়োজনের মধ্য দিয়ে জেসিআই বাংলাদেশ কার্নিভাল ২০২৫ অনুষ্ঠিত
- ৩ জিম্মিকে ছাড়ল হামাস, ১৮৩ ফিলিস্তিনি মুক্ত
- পঞ্চগড়ে বেড়েছে শীতের দাপট
- বিপিএল শেষ না হতেই প্রস্তুতি শুরু চ্যাম্পিয়ন্স ট্রফির
- এবার বিপিএলে পুরস্কার বিতর্ক, ভুল কার?
- সাংবিধানিক প্রতিষ্ঠান হিসাবে স্বীকৃতিসহ ৪৭ সুপারিশ
- সীমানা নির্ধারণ কমিশন গঠনের সুপারিশ
- "ড. ইউনূসের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে আওয়ামী লীগ, জড়িত ভারতীয় মিডিয়াও"
- ব্যাপক নিরাপত্তা, সুপ্রিম কোর্টে প্রবেশে সঙ্গে রাখতে হবে পরিচয়পত্র
- রাজনৈতিক দলগুলোর দ্রুত নির্বাচন চাওয়ার অধিকার রয়েছে: আসিফ নজরুল
- ডিআইজি মোল্লা নজরুলসহ পুলিশের ৪ ঊর্ধ্বতন কর্মকর্তা আটক
- চাকরি ফিরে পাচ্ছেন আ. লীগ আমলে চাকরিচ্যুত ১৫২২ পুলিশ সদস্য
- ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’, বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে জাইমা রহমান
- পুঁজিবাজার উন্নয়নে ১০ সদস্যের কমিটি গঠন
- নজরদারিতে ছিলেন, অভিনেত্রী সোহানা সাবা ডিবি কার্যালয়ে
- সাবেক সেনাপ্রধান মইন ইউ আহমেদের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ
- ৬ দিনে বইমেলায় ২৭৫ নতুন বই, শুক্রবার শিশুপ্রহর
- দেশকে অস্থিতিশীল করার চেষ্টা হলে নেয়া হবে কঠোর ব্যবস্থা
- নারায়ণগঞ্জে দুর্বৃত্তদের গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত
- ৩২ নম্বরে এখনও উৎসুক জনতার ভিড়
- "পরিস্থিতি নিয়ন্ত্রণ না করলে রাষ্ট্র ও সরকারের স্থিতিশীলতা হুমকিতে পড়বে "
- চলতি বছরের শেষে নির্বাচন হতে পারে: প্রধান উপদেষ্টা
- কিশোরগঞ্জে আ. লীগ অফিসকে ‘পাবলিক টয়লেট’ ঘোষণা
- নাইজেরিয়ায় স্কুলে আগুন, ১৭ শিশুর মৃত্যু
- চ্যাম্পিয়নস ট্রফির আগে ত্রিদেশীয় সিরিজ মিস কোয়েটজির
- সান্তোসে ফিরে প্রথম ম্যাচে ব্যর্থ নেইমার
- রাজধানীতে কাউন্টার ও টিকিট ভিত্তিক বাস সার্ভিস চালু
- "হাসিনার পতনের পূর্বাভাস দিতে ব্যর্থ হয়েছিল ভারতীয় এস্টাবলিশমেন্ট"
- ছিনতাই ঠেকাতে ট্রাফিক সার্জেন্টরা পাবেন স্মল আর্মস: ডিএমপি কমিশনার
- যে কোনো মূল্যে স্বৈরাচারের বিচার করতে হবে: তারেক রহমান
- শেখ হাসিনার বিচারের দাবিতে শাহবাগ অবরোধ
- প্রাথমিকের সাড়ে ৬ হাজার সহকারী শিক্ষকের নিয়োগ বাতিল
- ৩২ নম্বর বাড়ির সামনের অংশ দেয়া হয়েছে গুঁড়িয়ে, এখনও চলছে ভাঙা কার্যক্রম
- বিচার না হলে বিপিএল ছাড়ার হুমকি বরিশাল মালিকের
- জাবিতে পোষ্য কোটা বাতিল
- আর্জেন্টিনা থেকে এল ৫০ হাজার টন গম
- হঠাৎ-ই স্কোয়াড থেকে সরানো হলো বুমরাহকে, বাড়ছে শঙ্কা
- গাজা উপত্যকা দখল করবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
- উত্তরবঙ্গের সব পেট্রোল পাম্প বন্ধ ঘোষণা
- আখেরি মোনাজাতে শেষ হলো প্রথম পর্বের বিশ্ব ইজতেমা
- শেখ হাসিনাকে হত্যাচেষ্টা : ফাঁসির ৯ জনসহ সব আসামি খালাস
- বিচারবিভাগ ও জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদন হস্তান্তর
- হাসিনার পতন ঘটলেও চূড়ান্ত বিজয় এখনও আসেনি : হাসনাত আবদুল্লাহ
- কারণে-অকারণে অবরোধ, ধৈর্যের সীমা শেষ করে দিচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
- ‘‘বেস্ট ব্যাংকিং সার্ভিস অ্যাওয়ার্ড’’ পেল ইসলামী ব্যাংক
- ওয়ালটন হেডকোয়ার্টার্স পরিদর্শন করলেন ঢাকা ক্যাপিটালস টিমের সদস্যরা
- ইসলামী ব্যাংকের সিলেট জোনের এজেন্ট ব্যাংকিং সম্মেলন অনুষ্ঠিত
- চট্টগ্রামে আ.লীগ-ছাত্রলীগের ৪৬ নেতাকর্মী গ্রেপ্তার
- সৌদি আরবের জ্বালানি বহির্ভূত খাতে রেকর্ড প্রবৃদ্ধি
- চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ঢাকায় ফিরছেন মুশতাক
- বাংলাদেশ ব্যাংকে গোপন ৩০০ লকারের সন্ধান, যে কোনো সময় অভিযান
- যুক্তরাজ্যের আদলে স্বাস্থ্য ব্যবস্থা গড়ার রূপরেখা দিলো বিএনপি
- ‘অন্তর্বর্তীকালীন সরকারকে সহায়তা করা প্রয়োজন’
- পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন থাকছে না
- পাচার সম্পদ পুনরুদ্ধারে কানাডার সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা
- "৮ ফেব্রুয়ারি সংস্কার কমিশনের প্রস্তাব প্রকাশ করা হবে"
- বিএসইসির সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াত গ্রেপ্তার
- ছয় মাসে লোকসানে ৬ কোম্পানি
- সরস্বতী পূজা আজ
- আসন্ন রমজানে দ্রব্যমূল্য বাড়বে না: বাণিজ্য উপদেষ্টা
- ঢাকা ছাড়ছেন রাজশাহীর বিদেশি ক্রিকেটাররা
- যুক্তরাষ্ট্রে ৯ দিনে ৭ হাজারের বেশি অবৈধ অভিবাসী গ্রেপ্তার
- বিচার না হলে বিপিএল ছাড়ার হুমকি বরিশাল মালিকের
- বাংলাদেশ ব্যাংকে গোপন ৩০০ লকারের সন্ধান, যে কোনো সময় অভিযান
- রাজধানীতে কাউন্টার ও টিকিট ভিত্তিক বাস সার্ভিস চালু
- ৬ দিনে বইমেলায় ২৭৫ নতুন বই, শুক্রবার শিশুপ্রহর
- পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন থাকছে না
- বিএসইসির সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াত গ্রেপ্তার
- যে কোনো মূল্যে স্বৈরাচারের বিচার করতে হবে: তারেক রহমান
- হাসিনার পতন ঘটলেও চূড়ান্ত বিজয় এখনও আসেনি : হাসনাত আবদুল্লাহ
- হঠাৎ-ই স্কোয়াড থেকে সরানো হলো বুমরাহকে, বাড়ছে শঙ্কা
- উত্তরবঙ্গের সব পেট্রোল পাম্প বন্ধ ঘোষণা
- যুক্তরাজ্যের আদলে স্বাস্থ্য ব্যবস্থা গড়ার রূপরেখা দিলো বিএনপি
- পাচার সম্পদ পুনরুদ্ধারে কানাডার সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা
- কারণে-অকারণে অবরোধ, ধৈর্যের সীমা শেষ করে দিচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
- চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ঢাকায় ফিরছেন মুশতাক
- নারায়ণগঞ্জে দুর্বৃত্তদের গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত
- শেখ হাসিনার বিচারের দাবিতে শাহবাগ অবরোধ
- শেখ হাসিনাকে হত্যাচেষ্টা : ফাঁসির ৯ জনসহ সব আসামি খালাস
- সৌদি আরবের জ্বালানি বহির্ভূত খাতে রেকর্ড প্রবৃদ্ধি
- দেশকে অস্থিতিশীল করার চেষ্টা হলে নেয়া হবে কঠোর ব্যবস্থা
- চট্টগ্রামে আ.লীগ-ছাত্রলীগের ৪৬ নেতাকর্মী গ্রেপ্তার
- ৩২ নম্বর বাড়ির সামনের অংশ দেয়া হয়েছে গুঁড়িয়ে, এখনও চলছে ভাঙা কার্যক্রম
- কিশোরগঞ্জে আ. লীগ অফিসকে ‘পাবলিক টয়লেট’ ঘোষণা
- ‘অন্তর্বর্তীকালীন সরকারকে সহায়তা করা প্রয়োজন’
- চলতি বছরের শেষে নির্বাচন হতে পারে: প্রধান উপদেষ্টা
- ৩২ নম্বরে এখনও উৎসুক জনতার ভিড়
জাতীয় এর সর্বশেষ খবর
জাতীয় - এর সব খবর
![](https://bangla.thereport24.com/images/icon_close.png)