thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

বাসের ধাক্কায় চালকসহ ইজিবাইকের ৭ যাত্রী নিহত

২০১৯ নভেম্বর ০৮ ১৭:৫৮:৪৬
বাসের ধাক্কায় চালকসহ ইজিবাইকের ৭ যাত্রী নিহত

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সদরের মাগুরবাড়ি এলাকায় বাসের ধাক্কায় একটি ইজিবাইকের চালকসহ ৭ যাত্রী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন দু’জন। শুক্রবার (৮ নভেম্বর) বেলা দেড়টার দিকে পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের পরিচয় এখনও জানা যায়নি। ভজনপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানী এ তথ্য জানান।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে কাজী পরিবহনের একটি বাস তেঁতুলিয়ার দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক আসা একটি ইজিবাইকের সঙ্গে সংঘর্ষ হয় বাসটির। এতে ইজিবাইকটি দুমড়েমুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই মারা যায় পাঁচ জন, হাসপাতালে নেওয়ার পথে একজন এবং হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়। পঞ্চগড় ফায়ার সার্ভিস লাশগুলো উদ্ধার করছে।

পঞ্চগড় ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নিরঞ্জন সরকার বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করি। কিন্তু ক্ষুব্ধ এলাকাবাসীর জন্য উদ্ধার কাজে সমস্যা হচ্ছে।’

আব্দুল কাদের জিলানী বলেন, ‘বাস ও ইজিবাইকের সংঘর্ষে ইজিবাইক চালকসহ ৭ জন নিহত হয়েছেন।’

এদিকে, দুর্ঘটনার পর স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে গাড়িটি ভাঙচুর করেছে; রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছেন।

(দ্য রিপোর্ট/আরজেড/নভেম্বর ০৮,২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর