thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

দেড় ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তর-দক্ষিণের রেল যোগাযোগ শুরু

২০১৯ নভেম্বর ২৮ ১৩:০৬:০৭
দেড় ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তর-দক্ষিণের রেল যোগাযোগ শুরু

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় রাজশাহী এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ার দেড় ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তর-দক্ষিণের রেল যোগাযোগ শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-ঈশ্বরদী রেল সড়কে ঝাঐল টেক আপ পয়েন্টের ১০০ গজ দূরে এ ইঞ্জিন বিকল হওয়ার ঘটনা ঘটে। বড় ধরনের ক্ষতি না হলেও ইঞ্জিনটি বিকল হয়ে ঢাকার সঙ্গে উত্তর-দক্ষিণের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

খবর পেয়ে পশ্চিমাঞ্চল রেল বিভাগের কর্মকর্তা ও কর্মচারিরা ঘটনাস্থলে ছুটে যান। সকাল ১০টা পর্যন্ত ট্রেনটি আটকে থাকায় উভয় পাড়ে ঢাকা ও খুলনা, রাজশাহী ও ঈশ্বরদীর থেকে আসা কমপক্ষে ১০/১২টি ট্রেন আটকা পড়ে। পরে, দুর্ঘটনাস্থলের অদূরে জামতৈল স্টেশনে অপেক্ষমান একটি ট্রেনের ইঞ্জিন এনে বিকল ইঞ্জিনসহ ট্রেনটি ঠেলে সয়দাবাদ স্টেশনে নিয়ে যাওয়ার পর আবার ট্রেন চলাচল শুরু হয়। সকাল সোয়া ১০টার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয় বলে জানা যায়।

জামতৈল রেলওয়ে স্টেশনের মাস্টার আব্দুর রহমান বলেন, চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা রাজশাহী এক্সপ্রেস ট্রেনটি সকাল ৮টায় জামতৈল রেলওয়ে স্টেশন অতিক্রম করে। ট্রেনটি সকাল সোয়া ৮টার দিকে উপজেলার ঝাঐল টেক আট পয়েন্ট পার হওয়ার ১০০ মিটার অতিক্রম করলে ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

পশ্চিমাঞ্চল রেল বিভাগ পাকশীর বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) আহসান উদ্দিন ভুইয়া বলেন, ঢাকা-ঈশ্বরদী রেলপথে ট্রেনের ইঞ্জিন আকস্মিক বিকল হয়ে যায়। পরে স্থানীয়ভাবে অন্য ইঞ্জিন দিয়ে ট্রেনটিকে ঠেলে সয়দাবাদ স্টেশনে পাঠানো হয়। সকাল সোয়া ১০টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। কি কারণে দুর্ঘটনা ঘটলো সেটা অনুসন্ধানের চেষ্টা চলছে।

এর আগে গত ১৪ নভেম্বর সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রংপুর এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ ৯টি বগি লাইনচ্যুত হয়। এতে আগুন ধরে যায় ইঞ্জিনসহ চার বগিতে। এ ঘটনায় আহত হন বেশ কয়েকজন। রংপুর এক্সপ্রেস ট্রেনের দুর্ঘটনার দুই সপ্তাহের মাথায় রাজশাহী এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ার ঘটনা ঘটলো।

(দ্য রিপোর্ট/আরজেড/নভেম্বর ২৮,২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর