thereport24.com
ঢাকা, শনিবার, ১ জুন ২০২৪, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩১,  ২৪ জিলকদ  ১৪৪৫

শ্রীলঙ্কাকে হারিয়ে রেকর্ডসংখ্যক স্বর্ণ জয় বাংলাদেশের

২০১৯ ডিসেম্বর ০৯ ১৮:২৩:০৫
শ্রীলঙ্কাকে হারিয়ে রেকর্ডসংখ্যক স্বর্ণ জয় বাংলাদেশের

দ্য রিপোর্ট ডেস্ক: ফুটবল হতাশ করলেও করেনি ক্রিকেট। মেয়েদের পর ছেলেদের ক্রিকেটেও স্বর্ণের দেখ পেল নাজমুল হাসান শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ অনুর্ধ্ব ২৩ দল। ফাইনালে শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারিয়ে ১৩ তম সাউথ এশিয়ান গেমসের সর্বোচ্চ স্বর্ণ অর্জনের ইতিহাস গড়ল বাংলাদেশ।

বাংলাদেশি বোলারদের তোপের মুখে পড়ে ২০ ওভারে লঙ্কানরা ১২২ রানের বেশি তুলতে পারেনি স্কোরবোর্ডে। জবাবে ৩ উইকেট হারিয়ে ১৬ তম ওভারেই এই রান টপকে যায় সৌম্য-সাইফরা। টাইগারদের হয়ে বল হাতে ৩ উইকেট নিয়েছেন হাসান মাহমুদ।

ব্যাটিংয়ে সর্বোচ্চ ৩৫ রান করেন অধিনায়ক শান্ত। এছাড়া সৌম্য ২৭ রান এবং সাইফ করেন ৩৩ রান। এর আগে গতকাল নারী ক্রিকেটেও শ্রীলঙ্কা নারী দলকে হারিয়ে স্বর্ণ জেতে বাংলাদেশের নারীরা। এই নিয়ে ১৯ তম স্বর্ণ জয় বাংলাদেশের। দেশ এবং দেশের বাইরে এটাই সর্বোচ্চ।

এসএ গেমস রেকর্ডস

বিদেশের মাটিতে নির্দিষ্ট এসএ গেমসে সর্বাধিক স্বর্ণ জয় বাংলাদেশের:
১৯৯৫ মাদ্রাজ এসএ গেমস, ৭ স্বর্ণ
২০১৯ কাঠমান্ডু এসএ গেম, ১৯* স্বর্ণ

নির্দিষ্ট এসএ গেমসে সর্বোচ্চ স্বর্ণ জয়:
২০১০ ঢাকা এসএ গেমস, ১৮ স্বর্ণ
২০১৯ কাঠমান্ডু এসএ গেম, ১৯* স্বর্ণ

(দ্য রিপোর্ট/আরজেড/ডিসেম্বর ০৯,২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর