thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

জুতা পড়ে শহীদ মিনারে ওঠা অধ্যক্ষকে গণধোলাই

২০১৯ ডিসেম্বর ১৬ ১৬:০৫:৪৮
জুতা পড়ে শহীদ মিনারে ওঠা অধ্যক্ষকে গণধোলাই

কুড়িগ্রাম প্রতিনিধি: সোমবার সকালে কুড়িগ্রামের উলিপুর সরকারি ডিগ্রি কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু তাহেরকে জুতা পায়ে শহীদ মিনারে ওঠায় ঘটনায় দুপুরে বিক্ষুব্ধ জনতা তাকে গণধোলাই দিয়েছে। বর্তমানে তিনি উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুভাষ চন্দ্র সরকার বলেন, তার শরীরে সামান্য আঘাতের চিহ্ন রয়েছে। চিকিৎসা দেওয়া হচ্ছে।

জানা গেছে, সোমবার সকালে বিজয় দিবস উপলক্ষ্যে কলেজ ক্যাম্পাসের শহীদ মিনারে জুতা পায়ে তিনি শ্রদ্ধাঞ্জলি দেন। এ সময় তার পাশে থাকা সহকর্মীরা জুতা খুলে উঠতে বললেও তিনি জুতা খুলেননি। জুতা পায়ে শহীদ মিনারে অধ্যক্ষর ছবিটি ফেসবুকে ছড়িয়ে পড়লে স্থানীয় মানুষজন বিক্ষুব্ধ হয়ে ওঠেন। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা দুপুরে ওই অধ্যক্ষকে কলেজ ক্যাম্পাসে গণধোলাই দিয়েছেন।

(দ্য রিপোর্ট/আরজেড/ডিসেম্বর ১৬,২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর