thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

চট্টগ্রামে কাভার্ডভ্যান কেড়ে নিল তরুণ প্রকৌশলীর প্রাণ

২০১৯ ডিসেম্বর ২৭ ১২:০৪:২২
চট্টগ্রামে কাভার্ডভ্যান কেড়ে নিল তরুণ প্রকৌশলীর প্রাণ

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরে কাভার্ডভ্যান কেড়ে নিল এক তরুণ প্রকৌশলীর প্রাণ। মাত্র ২৮ বছর বয়সী এই প্রকৌশলীর নাম এমদাদুল হাসান শোভন। তার বাড়ি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ গোপতি এলাকায়।

খুলশী থানার উপপরিদর্শক (এসআই) মো. কাশেম জানান, বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাত ১২টার দিকে নগরীর টাইগারপাস এলাকায় মোটরসাইকেল নিয়ে রেলওয়ে এমপ্লয়িজ গার্লস হাইস্কুলের সামনে এলে একটি দ্রুতগতির কাভার্ডভ্যান তাকে চাপা দিয়ে চলে যায়। মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় শোভনের।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক জহিরুল ইসলাম জানান, নিহত এমদাদুল হাসান শোভন পরিবারের সঙ্গে নগরের খুলশী এলাকায় বসবাস করতেন। তার বাবার নাম মো. আবুল হোসেন। তিনি চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের ২০০৬ ব্যাচের ছাত্র। চট্টগ্রাম ওয়াসার কর্ণফুলী ২য় প্রকল্পে একটি প্রতিষ্ঠানের অধীনে জুনিয়র ইলেকট্রিক্যাল ডিজাইন প্রকৌশলী পদে কর্মরত ছিলেন শোভন।

(দ্য রিপোর্ট/আরজেড/ডিসেম্বর ২৭,২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর