thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

৬ ঘণ্টা পর চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ শুরু

২০১৯ ডিসেম্বর ২৯ ১১:৩৭:১৫
৬ ঘণ্টা পর চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ শুরু

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল রেলওয়ে স্টেশনে নোয়াখালী থেকে ঢাকাগামী ‘ঢাকা এক্সপ্রেস মেইল’ ট্রেনের ইঞ্জিনসহ একটি বগি লাইনচ্যুত হওয়ার ৬ ঘণ্টার পর উদ্ধার কাজ শেষে হয়েছে।

এতে করে রবিবার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টায় স্বাভাবিক হয়েছে চট্টগ্রামের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল।

এর আগে শনিবার দিনগত রাত ২টার দিকে ব্রাহ্মণপাড়ার শশীদল স্টেশনের প্রবেশমুখে ওই ট্রেনটি লাইনচ্যুত হয়। এতে চট্টগ্রাম-সিলেট ও চট্টগাম-ঢাকা রুটে সব প্রকার ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে কুমিল্লাসহ বিভিন্ন স্টেশনে রেল আটকা পড়ে যাত্রীদের অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হয়।

কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিসবাউল আলম চৌধুরী জানান, লাইনচ্যুতির খবর পেয়ে লাকসাম জংশন থেকে একটি ও আখাউড়া থেকে একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শেষ করে। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

এদিকে, কুমিল্লা রেলস্টেশনে আটকা পড়া ঢাকাগামী তুর্ণানীশিতা ও ঢাকা মেইল সকাল সাড়ে ৮টায় ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।

(দ্য রিপোর্ট/আরজেড/ডিসেম্বর ২৯,২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর