thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

লক্ষ্মীপুরে ট্রাক খাদে পড়ে ৩ শ্রমিকের মৃত্যু

২০২০ জানুয়ারি ০২ ১০:২৩:২৭
লক্ষ্মীপুরে ট্রাক খাদে পড়ে ৩ শ্রমিকের মৃত্যু

লক্ষ্মীপুর প্রতিনিধি:লক্ষ্মীপুর সদর উপজেলায় শ্রমিকবাহী ট্রাক খাদে পড়ে তিন শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো ১৫ জন।

বৃহস্পতিবার ভোর ৬টার দিকে উপজেলার মুক্তিগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

সদর থানার ওসি আজিজুর রহমান জানান, ভোর ৬টার দিকে শ্রমিকবাহী একটি ট্রাক শহর থেকে চন্দ্রগঞ্জ যাচ্ছিল। পথে উপজেলার মুক্তিগঞ্জ এলাকায় চাকা ফেটে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই শ্রমিকের মৃত্যু হয় এবং আহত হন কমপক্ষে ১৬ জন।

আহতদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেয়ার পথে আরো একজনের মৃত্যু হয়। অন্যরা সেখানেই চিকিৎসাধীন।

(দ্য রিপোর্ট/আরজেড/জানুয়ারি ০২,২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর