thereport24.com
ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি 25, ২৫ পৌষ ১৪৩১,  ৮ রজব 1446

সৌদিতে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত

২০২০ জানুয়ারি ৩০ ১২:৪১:৪৭
সৌদিতে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত

দ্য রিপোর্ট ডেস্ক: সৌদি আরবের বন্দর নগরী জেদ্দায় কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত হয়েছেন।

বুধবার রাতে জেদ্দা শহরের বাইরে এ সড়ক দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেট। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে পারেননি তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বুধবার কাজ শেষে বাসায় ফেরার সময় জেদ্দার হাই আল ছামির এলাকায় তাদের বহনকারী গাড়িকে বিপরীত দিক থেকে আসা লরি ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে।

নিহত তিন বাংলাদেশি সৌদি আরবের ইয়ামামা কোম্পানিতে পরিছন্নতা কর্মী হিসেবে কাজ করছিলেন বলে নিশ্চিত করেছেন জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেট।

নিহতদের মরদেহ কিং আব্দুল আজিজ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।

(দ্য রিপোর্ট/আরজেড/জানুয়ারি ৩০,২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

প্রবাস কথা এর সর্বশেষ খবর

প্রবাস কথা - এর সব খবর