thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

ভাই-বোনকে ফাঁসাতে শিশু সন্তান হত্যা

২০২০ ফেব্রুয়ারি ০৩ ২১:৫২:১৮
ভাই-বোনকে ফাঁসাতে শিশু সন্তান হত্যা

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার তারাবুনিয়া গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে আপন ভাই-বোনকে ফাঁসাতে নিজের তিন মাসের মেয়েকে হত্যা করেছেন এক বাবা।

এ ঘটনায় নিহত শিশু জান্নাতি আক্তারের মা তানিয়া বেগম বাদী হয়ে স্বামী কামাল সিকদারকে আসামি করে সোমবার কাঁঠালিয়া থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

এর আগে অভিযোগ পেয়ে রোববার রাতে আমুয়া স্বাস্থ্য কমপ্লেক্স থেকে কামাল সিকদারকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে নিজের সন্তানকে হত্যার কথা স্বীকার করেন তিনি।

স্থানীয়রা জানান, রোববার সকাল ৮টার দিকে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে কথা কাটাকাটির এক পর্যায়ে কামাল সিকদারের সঙ্গে তার ভাই আফজাল সিকদার ও বোন নাসিমা বেগমের মারামারি হয়। এ ঘটনার পর কামাল সিকদার অভিযোগ করেন, তার তিন মাসের শিশু সন্তান জান্নাতিকে প্রতিপক্ষ আফজাল সিকদার এবং নাসিমা বেগম পিটিয়ে ও আছাড় দিয়ে হত্যার চেষ্টা করেছেন।

পরে আহত জান্নাতিকে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জান্নাতিকে হত্যার অভিযোগে আফজাল শিকদারসহ কয়েকজনকে আসামি করে থানায় লিখিত অভিযোগ করেন কামাল সিকদার।

কাঁঠালিয়া থানা অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায় জানান, জিজ্ঞাসাবাদে কামাল সিকদার পুলিশকে জানিয়েছেন- প্রতিপক্ষ আপন ভাই-বোনদের ফাঁসাতে জান্নাতিকে খুঁটির সঙ্গে আঘাত করে নিজেই হত্যা করেন।

কামাল সিকদারকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

(দ্য রিপোর্ট/আরজেড/ফেব্রুয়ারি ০৩,২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর