thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

দায়িত্ব পালনকালে ট্রাকচাপায় ট্রাফিক পুলিশ নিহত

২০২০ ফেব্রুয়ারি ০৪ ১১:২৫:২০
দায়িত্ব পালনকালে ট্রাকচাপায় ট্রাফিক পুলিশ নিহত

টাঙ্গাইল প্রতিনিধি: ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে দায়িত্ব পালনকালে ট্রাকচাপায় ট্রাফিক পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন। তার নাম মো. সাইদুল ইসলাম।

মঙ্গলবার সকালে টাঙ্গাইল সদর উপজেলার রাবনা বাইপাস এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত সাইদুল ইসলামের বাড়ি ময়মনসিংহ জেলায়। তিনি টাঙ্গাইল জেলা পুলিশের ট্রাফিক বিভাগে কর্মরত ছিলেন।

টাঙ্গাইল সদর পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. মোশারফ হোসেন বলেন, সকালে মহাসড়কের রাবনা বাইপাস এলাকায় দায়িত্ব পালনকালে একটি ট্রাক সাইদুলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ট্রাকের চালক ও তার সহকারীকে আটক করা না গেলেও ট্রাকটি জব্দ করেছে পুলিশ।

(দ্য রিপোর্ট/আরজেড/ফেব্রুয়ারি ০৪,২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর