thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

সাত সকালেই সড়কে ঝরল ৩ প্রাণ

২০২০ ফেব্রুয়ারি ০৫ ১০:৩১:৫৯
সাত সকালেই সড়কে ঝরল ৩ প্রাণ

চট্টগ্রাম প্রতিনিধি: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে ট্রাক-কাভার্ডভ্যান সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। বুধবার (০৫ ফেব্রুয়ারি) ভোরে দক্ষিণ বাঁশবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ তথ্য নিশ্চিত করে ফায়ার সার্ভিসের পরিচালক (ভারপ্রাপ্ত) আজিজুল ইসলাম জানায়, ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাঁশবাড়িয়া এলাকায় ট্রাক এবং কাভার্ডভ্যান সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। একটি আরেকটিকে ওভারটেক করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের কারো পরিচয় পাওয়া যায়নি।

তিনি আরো বলেন, দুর্ঘটনার খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের কর্মীরা দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি মহাসড়ক থেকে সরিয়ে নিয়েছে। নিহতদের কুমিরা হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

(দ্য রিপোর্ট/আরজেড/ফেব্রুয়ারি ০৫,২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর