thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

দিনাজপুরে পুলিশের গুলিতে ‘ডাকাত সর্দার’ নিহত

২০২০ ফেব্রুয়ারি ০৭ ১১:৩১:৪৪
দিনাজপুরে পুলিশের গুলিতে ‘ডাকাত সর্দার’ নিহত

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর জেলার হাকিমপুর থানার কাশিয়াডাঙ্গা গ্রামে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের সঙ্গে ‘গোলাগুলিতে’ কহিদুল ইসলাম নামের এক ডাকাত নিহত হয়েছেন। এ সময় ডাকাতের হামলায় এসআই মাহে আলম ও কনস্টেবল ফজলুল হক গুরুতর আহত হয়েছেন।

এ তথ্যের সত্যতা নিশ্চিত করে হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক আকন্দ জানান, উপজেলার কাশিয়াডাঙ্গায় শুক্রবার রাত ২ টায় ডাকাতি হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ কাশিয়াডাঙ্গায় অভিযানে যায়। রাতে ডাকাতদের ধরার চেষ্টা করলে ডাকাতদল পুলিশের উপর গুলি করে পালানোর চেষ্টা করে।

এ সময় পুলিশের দুই সদস্য গুলিবিদ্ধ হয়। পুলিশ পাল্টা ডাকাতদের ওপর গুলিবর্ষণ করলে ডাকাত সর্দার কহিদুল ইসলাম গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়। অপর ডাকাতরা পালিয়ে যায়।

নিহত ডাকাত সর্দার কহিদুল উপজেলার ধাওয়া নশিপুর গ্রামের মৃত সালামত প্রধানের ছেলে। ঘটনাস্থল থেকে পুলিশ একটি পাইপগান, তাজা গুলি ও গুলির খোসা উদ্ধার করেছে।

(দ্য রিপোর্ট/আরজেড/ফেব্রুয়ারি ০৭,২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর