thereport24.com
ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি 25, ২৫ পৌষ ১৪৩১,  ৮ রজব 1446

সিঙ্গাপুরে আরো এক বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত

২০২০ ফেব্রুয়ারি ১৫ ২২:৩৭:৫৩
সিঙ্গাপুরে আরো এক বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত

দ্য রিপোর্ট ডেস্ক: সিঙ্গাপুরে আরো এক বাংলাদেশি কোভিড-১৯ বা নতুন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শনিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

এ নিয়ে সিঙ্গাপুরে মোট পাঁচ বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হলেন।

বিবৃতিতে বলা হয়েছে, ২৬ বছরের ওই বাংলাদেশির সিঙ্গাপুরে থাকার বৈধ কাগজপত্র রয়েছে। সাম্প্রতিক কালে তার চীন সফরের কোনো রেকর্ড নেই। তিনি ভাইরাস আক্রান্ত অপর চার বাংলাদেশির সঙ্গে সেলেটার অ্যারোস্পেস হাইটসে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন।

গত ৮ ও ১১ জানুয়ারি দুই বাংলাদেশির করোনা ভাইরাসে আক্রান্তের খবর জানিয়েছিল সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয়। দুদিন পর ১৩ জানুয়ারি আরো দুই বাংলাদেশি শ্রমিকের আক্রান্তের খবর জানানো হয়। তাদেরকে ন্যাশনাল সেন্টার ফর ইনফেকশাস ডিজিস বা এনসিআইসিডিতে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তাদের কারোই নাম-পরিচয় জানায় নি মন্ত্রণালয়।

(দ্য রিপোর্ট/আরজেড/ফেব্রুয়ারি ১৫,২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

প্রবাস কথা এর সর্বশেষ খবর

প্রবাস কথা - এর সব খবর