thereport24.com
ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি 25, ২৫ পৌষ ১৪৩১,  ৮ রজব 1446

এবার আমিরাতে করোনায় আক্রান্ত বাংলাদেশি

২০২০ ফেব্রুয়ারি ২২ ১০:২৪:১৪
এবার আমিরাতে করোনায় আক্রান্ত বাংলাদেশি

দ্য রিপোর্ট ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতে এক বাংলাদেশি প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। বাংলাদেশিসহ নতুন দুই জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১১ জনে। শুক্রবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে গালফ নিউজ ও আল-আরাবিয়াহর খবরে এমন তথ্য জানিয়েছে।

সম্প্রতি ৩৯ বছর বয়সী ওই বাংলাদেশি চীনা করোনা রোগীর সরাসরি সংস্পর্শে ছিলেন। তার অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে আরব আমিরাত। গত সপ্তাহে দেশটিতে তিন করোনাভাইরাস রোগী সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের ইন্টারন্যাশনাল স্বাস্থ্য রেগুলেশনসের প্রধান ডা. ফাতিমা আত্তার বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মান বজায় রেখেই তাদের চিকিৎসা দেয়া হচ্ছে। পূর্ণভাবে সুস্থ হয়ে ওঠার আগ পর্যন্ত তাদের পর্যবেক্ষণে রাখা হবে।করোনাভাইরাস রোগীর সরাসরি সংস্পর্শে আসা প্রত্যেককেই পরীক্ষা করে দেখা হবে। এখানে করোনাভাইরাস মহামারী আকারে আসবে না।

এর আগে সিঙ্গাপুরে ৫ বাংলাদেশির শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সেখানে একজনের অবস্থা সংকটাপন্ন।

(দ্য রিপোর্ট/আরজেড/ফেব্রুয়ারি ২২,২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

প্রবাস কথা এর সর্বশেষ খবর

প্রবাস কথা - এর সব খবর