thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

নাটোরে ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

২০২০ ফেব্রুয়ারি ২২ ১০:৩৬:৩০
নাটোরে ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

নাটোর প্রতিনিধি: নাটোরে ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। সম্পর্কে তারা শ্যালক ও দুলাভাই। শুক্রবার সন্ধ্যা শহরের বনবেল ঘড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, শ্যালক ফয়সাল আহমেদ ও দুলাভাই গোলাম নবী সালাউদ্দিন।

পুলিশ জানায়, নাটোর শহর থেকে কেনাকাটা সেরে সন্ধ্যা ৭টার দিকে শ্যালক ফয়সাল আহমেদ ও দুলাভাই গোলাম নবী সালাউদ্দিন মোটরসাইকেলে নিজ বাড়ি নাটোর সদর উপজেলার চন্দ্রকোলা গ্রামে ফিরছিলেন। এসময় শহরতলীর বনবেলঘড়িয়া এলাকায় নাটোর-রাজশাহী মহাসড়কে রাজশাহী থেকে নাটোরমুখী একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে নাটোর সদর থানার পরিদর্শক (অপারেশন) আবু সিদ্দিক জানান, দুর্ঘটনার পর ট্রাকটি আটক করা হয়েছে।

(দ্য রিপোর্ট/আরজেড/ফেব্রুয়ারি ২২,২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর