thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

মোটরসাইকেল থেকে নামিয়ে যুবককে কুপিয়ে হত্যা

২০২০ ফেব্রুয়ারি ২৪ ১০:৩৩:৫৫
মোটরসাইকেল থেকে নামিয়ে যুবককে কুপিয়ে হত্যা

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বিরল উপজেলায় দুর্বৃত্তরা এক যুবককে কুপিয়ে হত্যা করেছে। নিহতের নাম গোলাম কিবরিয়া (৩৭)। রোববার দিবাগত রাত ৯টার দিকে বিরল উপজেলার রানীপুকুর ইউনিয়নের রাংগন হাড়িপুকুর নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত কিবরিয়া বিরল উপজেলার হালজায় গ্রামের মৃত আবদুল হান্নানের ছেলে।

পরিবারের লোকজন জানান, রাত ৯টার দিকে উপজেলার বহবলদীঘি বাজার থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন কিবরিয়া ও তার বন্ধু দুলাল হোসেন। বাজার থেকে দুই কিলোমিটার দূরে রাংগন হাড়িপুকুর নামক স্থানে পৌঁছলে একদল দুর্বৃত্ত তাদের গতিরোধ করে কিবরিয়াকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। এ সময় মোটরসাইকেলের পেছনে থাকা তার বন্ধু দুলাল হোসেন পালিয়ে যান।

পরে স্থানীয়রা এসে কিবরিয়াকে উদ্ধার করে দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শীতল চন্দ্র পাহান জানান, ধারালো অস্ত্র দিয়ে কোপানোর ফলে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।

বিরল থানার ওসি শেখ নাসিম হাবিব জানান, ঘটনা তদন্ত করে হত্যাকারীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

(দ্য রিপোর্ট/আরজেড/ফেব্রুয়ারি ২৪,২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর