thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় পুলিশ সদস্য নিহত

২০২০ মার্চ ০৪ ১১:১৪:৪০
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় পুলিশ সদস্য নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় ট্রাকচাপায় মো. সৈয়দ হোসেন নামে পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন।

বুধবার ভোর ৪টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের খড়িয়ালা বাস স্ট্যান্ডের কাছে এ দুর্ঘটনা ঘটে।

সৈয়দ হোসেন আশুগঞ্জ থানায় পুলিশ কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। তিনি চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া থানার পূর্ব কোদালা এলাকার মীর আহাম্মদের ছেলে।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ মাহমুদ জানান, রাতে উপ পরিদর্শক (এসআই) জহিরুল ইসলামসহ সৈয়দ হোসেন, হিমেল বড়ুয়া, আবুল হাসনাত ও চালক আবুল কালাম পুলিশ ভ্যান নিয়ে রাত্রীকালীন (মোবাইল-২) রনপাহাড়ায় আশুগঞ্জ টোলপ্লাজা থেকে বড়ইর মোজাহিদ পেট্রোল পাম্প পর্যন্ত ডিউটি করার জন্য বের হন। প্রকৃতির ডাকে সাড়া দিতে ভোরে তিনি ওই মহাসড়কের খড়িয়ালা বাসস্ট্যান্ড এলাকায় রাস্তার পাশের একটি মসজিদে যাচ্ছিলেন। পথে মহাসড়ক পার হওয়ার সময় পণ্যবাহী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

তিনি আরও জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বেপরোয়া ট্রাকটি দ্রুত পালিয়ে যাওয়ায় সেটি আটক করা সম্ভব হয়নি। ট্রাকটি আটকের জন্য চেষ্টা চলছে।

(দ্য রিপোর্ট/আরজেড/০৪ মার্চ,২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর