thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

পদ্মায় নৌকাডুবি, নিখোঁজ ৪০

২০২০ মার্চ ০৬ ২০:১৮:৫০
পদ্মায় নৌকাডুবি, নিখোঁজ ৪০

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর শ্রীরামপুরে পদ্মানদীতে পৃথক দুই নৌকাডুবির ঘটনায় অন্তত ৪০ জন নিখোঁজ হয়েছেন। উদ্ধার করা হয়েছে আরো বেশ কয়েকজনকে।

শুক্রবার বিকেলে এ নৌকাডুবীর ঘটনা ঘটে।

এ ঘটনায় ফায়ারসার্ভিসের কয়েকটি টিম উদ্ধারকাজ পরিচালনা করছে। তাদেরকে সহোযোগীতা করছে স্থানীয়রা।

এ বিষয়ে জানতে চাইলে একটি নৌকাডুবীর বিষয়ে রাজশাহী সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার আব্দুর রউফ জানান, সন্ধ্যায় শ্রীরামপুরের পদ্মা নদীতে যাত্রীবাহী নৌকা ডুবির ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে জানা গেছে ওই নৌকায় ২০ থেকে ২৫ জন যাত্রী ছিলেন। তবে এদের মধ্যে অনেকেই সাঁতরে পাড়ে উঠেছেন।

তিনি আরো বলেন, নদীতে কেউ ডুবে আছেন কিনা তা দেখার জন্যই দুই সদস্যের ডুবুরি দল ও বিজিবি সদস্যরা স্পিডবোট নিয়ে ঘটনাস্থলে উদ্ধার অভিযানে গেছেন। উদ্ধার অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।

(দ্য রিপোর্ট/আরজেড/০৬ মার্চ,২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর