thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

মেহেরপুরে সার ব্যবসায়ীকে খুন

২০২০ মার্চ ০৮ ১০:৩৬:৫৫
মেহেরপুরে সার ব্যবসায়ীকে খুন

মেহেরপুর প্রতিবেদক: মেহেরপুরের মুজিবনগর উপজেলায় হাত-পা বেঁধে সারের বস্তাচাপা দিয়ে সুভাষ চন্দ্র নামে এক সার ব্যবসায়ীকে হত্যা করেছে দুর্বৃরা।

শনিবার রাত ১০টার দিকে ঘরে না আসায় তার স্ত্রী দোকানে গিয়ে লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।

স্থানীয় মহাজনপুর ইউপি সদস্য জহুরুল ইসলাম স্বপন জানান, মহাজনপুর গ্রামের মৃত বুধু কুরির ছেলে সুবল কুরি নিজের দোতলা বাড়ির নিচ তলায় তেল-বিষ ও সারের ব্যবসা করতেন। ঘটনার রাতে দোকানের ভেতরে লুকিয়ে থাকা দুর্বৃত্তরা টাকা-পয়সা ছিনতাইয়ের উদ্দেশ্যে তার হাত-পা বেঁধে শ্বাসরোধ করে খুন করে। পরে ২ বস্তা সার চাপা দিয়ে পালিয়ে যায়। রাত ১০টার দিকে তার স্ত্রী তাকে নিচে ডাকতে এলে লাশ পড়ে থাকতে দেখেন।

মুজিবনগর থানার ওসি আব্দুল হাশেম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে টাকা-পয়সা নেয়ার উদ্দেশ্যে তাকে খুন করা হতে পারে।

(দ্য রিপোর্ট/আরজেড/০৮ মার্চ,২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর