thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

ধামরাইয়ে গাছচাপায় ইজিবাইকের পাঁচ যাত্রী নিহত

২০২০ মার্চ ০৯ ১৫:৪৫:৩২
ধামরাইয়ে গাছচাপায় ইজিবাইকের পাঁচ যাত্রী নিহত

সাভার প্রতিনিধি: ঢাকার ধামরাইয়ে কাওয়ালীপাড়া-বালিয়া আঞ্চলিক সড়কে ইজিবাইকের উপর কাটা গাছ পড়ে পাঁচ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

সোমবার দুপুরে কাওয়ালীপাড়া-বালিয়া আঞ্চলিক সড়কের মাদারপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ধামরাই উপজেলার বাইচাল গ্রামের নুরু (৬৫), কামারপাড়া গ্রামের শামসুল (৭০), তেলিগ্রামের মাজেদা (৬৫) ও একই গ্রামের আয়েশা (৬০)।

পুুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে ধামরাইয়ের বালিয়া ইউনিয়ন পরিষদ থেকে বয়স্ক ভাতা নিয়ে ইজিবাইকে বাড়ি ফিরছিলেন তারা। কাওয়ালীপাড়া-বালিয়া আঞ্চলিক সড়কের মাদারপুর পৌঁছালে সড়কের দুই পাশে কাটতে থাকা গাছ ইজিবাইকটির উপরে পড়ে। এতে সাত জন গুরুতর আহত হয়। পরে হাসপাতালে নেয়ার পথে পাঁচজনের মৃত্যু হয়। বাকিদের কাওয়ালীপাড়া জনকল্যাণ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা জানান, ‘ধামরাইয়ে কাওয়ালীপাড়া-বালিয়া আঞ্চলিক সড়কে গাছ কাটার কাজ চলছিল। দুর্ঘটনাবশত একটি গাছ ইজিবাইকের উপর পড়ে। তাতেই এই হতাহতের ঘটনা ঘটে।’

(দ্য রিপোর্ট/আরজেড/০৯ মার্চ,২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর