thereport24.com
ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি 25, ২৫ পৌষ ১৪৩১,  ৮ রজব 1446

করোনায় যুক্তরাজ্যে এক বাংলাদেশির মৃত্যু

২০২০ মার্চ ১০ ১০:৪৫:৩৬
করোনায় যুক্তরাজ্যে এক বাংলাদেশির মৃত্যু

দ্য রিপোর্ট ডেস্ক: যুক্তরাজ্যে করোনাভাইরাসে বাংলাদেশি এক বৃদ্ধের (৬০) মৃত্যু হয়েছে।

স্থানীয় সময় রোববার ম্যানচেস্টারের এক হাসপাতালে সংক্রমণ ধরা পড়ার পাঁচ দিনের মাথায় তার মৃত্যু হয়।

নানা ধরণের স্বাস্থ্য জটিলতায় ভোগা ওই ব্যক্তির মৃত্যুর কথা নিশ্চিত করেন ওই হাসপাতালের মুখপাত্র।

মারা যাওয়া ওই ব্যক্তির ছেলে জানিয়েছেন, ইতালি বেড়াতে গিয়ে ফেরার পর তার বাবার সংক্রমণ ধরা পড়ে। ১৯৮৯ সালে বাংলাদেশ থেকে ইতালিতে যান তার বাবা। পাঁচ-ছয় বছর আগে তারা স্থায়ীভাবে ব্রিটেনে চলে আসেন। তারপরও প্রতি বছরের গ্রীষ্মে পরিবারের সদস্যদের নিয়ে ইতালি বেড়াতে যেতেন তিনি। এবারো ফেব্রুয়ারির মাঝামাঝিতে ইতালিতে যান তিনি। দুই সপ্তাহ অবস্থান করে ফিরে আসার পর সুস্থ ছিলেন। তবে দুই-তিন দিনের মাথায় অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

মারা যাওয়া ওই ব্যক্তির ছেলে আরো জানান, তার বাবাকে হাসপাতালে চিকিৎসাধীন রাখার পরেও তাদেরকেও নিজেদের বাড়িতে আলাদা করে রাখা হয়েছে। টেলিফোনে বাবার মৃত্যুর সংবাদ পেলেও এখনো তাকে দাফনের অনুমতি পাননি তারা।

তিনি আরো বলেন, ‘আমাদের আইসোলেশনে রাখায় আমরা বাইরে বের হতে পারছি না। সপ্তাহখানেক পরে ছাড়া পেলে জানাজা ও দাফনের আয়োজন করতে পারবো। এ সময় মরদেহ হাসপাতালের মর্গে রাখা থাকবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।’

সূত্র : বিবিসি

(দ্য রিপোর্ট/আরজেড/১০মার্চ,২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

প্রবাস কথা এর সর্বশেষ খবর

প্রবাস কথা - এর সব খবর