thereport24.com
ঢাকা, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১,  ২৮ রবিউস সানি 1446

কোয়ারেন্টিন না মানলে ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

২০২০ মার্চ ১৮ ১৪:৫৭:৪৭
কোয়ারেন্টিন না মানলে ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

দ্য রিপোর্ট প্রতিবেদক: করোনাভাইরাস আক্রান্ত দেশ থেকে যারা আসছে তাদের ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকতে হবে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, আর তা না মানলে আইন প্রয়োগ করা হবে।

বুধবার (১৮ মার্চ) এনআরবিসি ব্যাংকের মুজিববর্ষের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের একথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

এ সময় তিনি বলেন, আপনারা নিজেকে বাঁচান, দেশকে বাঁচান। সচেতন হোন। নির্দেশিত বিষয়গুলো না মানলে আইন আছে, সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হচ্ছে।

এদিকে, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে এ মুহূর্তে দেশ শাটডাউনের চিন্তুা নেই, তবে প্রয়োজন হলে পরিস্থিতি মোকাবিলায় কিছু জায়গা তা করা হতে পারে। কিংবা বাস চলাচল বন্ধ করা হতে পারে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

(দ্য রিপোর্ট/আরজেড/১৮মার্চ,২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর