thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ট্রাক, নিহত ৫

২০২০ মার্চ ২৮ ০৯:৩৩:২৮
নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ট্রাক, নিহত ৫

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইল সদর উপজেলায় শনিবার ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত এবং কমপক্ষে আরও ১৩ জন আহত হয়েছেন। একটি সিমেন্ট বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে গেলে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই ট্রাকের যাত্রী ছিলেন।

শনিবার সকাল পৌনে ৭টার দিকে টাঙ্গাইল মহাসড়কের সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের কান্দিলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, শনিবার সকালে সিমেন্ট ভর্তি একটি ট্রাক বেশ কয়েকজন যাত্রী নিয়ে ঢাকা থেকে বগুড়ায় যাচ্ছিলো। কিন্তু ঘটনাস্থলে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ট্রাকটি মহাসড়কের পাশে উল্টে যায়।

এসময় সিমেন্টের বস্তার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই পাঁচ যাত্রী নিহত হন। এ ঘটনায় আরও ১৩ জন আহত হয়েছেন। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

(দ্য রিপোর্ট/আরজেড/২৮মার্চ,২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর