thereport24.com
ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি 25, ২৫ পৌষ ১৪৩১,  ৮ রজব 1446

তাবলিগের ১২ বাংলাদেশির বিরুদ্ধে ভারতে মামলা

২০২০ এপ্রিল ০৪ ১৯:২৪:০১
তাবলিগের ১২ বাংলাদেশির বিরুদ্ধে ভারতে মামলা

দ্য রিপোর্ট ডেস্ক: নিজামউদ্দিনে তাবলিগের মারকাজ মসজিদে ইজতেমায় যোগ দেওয়া ১২ বাংলাদেশির বিরুদ্ধে মামলা করেছে ভারতের উত্তর প্রদেশ রাজ্যের পুলিশ। শনিবার রাজ্যের শামলি জেলায় এ মামলা করা হয় বলে পুলিশের বরাত দিয়ে জানিয়েছে ওয়ান ইন্ডিয়া।

পুলিশ জানিয়েছে, শুক্রবার বিকেলে ১২ বাংলাদেশির মধ্যে দুজনের কোভিড-১৯ রিপোর্ট পজিটিভি এসেছে। তাদেরকে থানা ভবন শহরের একটি কলেজে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। ১২ জনের বিরুদ্ধেই থানা ভবন পুলিশ স্টেশনে ১৯৪৬ সালের ফরেনার্স অ্যাক্টে মামলা হয়েছে।

পুলিশ আরও জানিয়েছে, ১২ বাংলাদেশিকে শামলি জেলার ভাসানি গ্রামের একটি মসজিদে পাওয়া যায়। তাদের আশ্রয় দানকারী দুই ভারতীয়কেও আটক করা হয়েছে।

পহেলা মার্চ থেকে ১৫ মার্চ পর্যন্ত নিজামউদ্দিনে চলেছিল তাবলিগ জামাতের ইজতেমা। এর পরেও প্রায় ১০-১২ দিন ধরে নিজামউদ্দিন মসজিদে ছিলেন প্রায় কয়েক হাজার দেশি-বিদেশি প্রতিনিধি,যাদের মধ্যে শতাধিক বাংলাদেশি ছিলেন। তাবলিগের এসব প্রতিনিধি এবং তাদের সংস্পর্শে আসা ব্যক্তিদের মিলিয়ে ছয় শতাধিক ব্যক্তির কোভিড-১৯ পজিটিভ রিপোর্ট এসেছে।

(দ্য রিপোর্ট/আরজেড/০৪এপ্রিল,২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

প্রবাস কথা এর সর্বশেষ খবর

প্রবাস কথা - এর সব খবর