thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

ভৈরব থানার এসআই আক্রান্ত হওয়ায় ১৫ পুলিশ সদস্য কোয়ারেন্টিনে

২০২০ এপ্রিল ১১ ০৯:৩৬:৫৭
ভৈরব থানার এসআই আক্রান্ত হওয়ায় ১৫ পুলিশ সদস্য কোয়ারেন্টিনে

কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরব থানা পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই) করোনায় আক্রান্ত হওয়ায় থানার ১৫ পুলিশ সদস্যকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুবনা ফারজানা এ সংক্রান্ত গণবিজ্ঞপ্তি জারি করেছেন।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, আক্রান্ত ব্যক্তি ভৈরব থানার সদস্য হওয়ায় তার সংস্পর্শে আসা ১৫ জন পুলিশ সদস্যদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানোর নির্দেশ প্রদান করা হলো।

জেলা থেকে আগত অতিরিক্ত পুলিশ সদস্য ও থানার অন্যান্য সদস্যদের সাহায্যে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যথাযথভাবে কার্যক্রম পরিচালনা করবেন বলেও উল্লেখ করা হয়েছে।

এছাড়াও কিছু এলাকাকে লাল পতাকা চিহ্নিত করে অবরুদ্ধ করা হয়েছে এবং ওই এলাকাগুলোতে আসা-যাওয়ার ক্ষেত্রে জনসাধারণের চলাচলে কঠোরভাবে সীমিত করা হয়েছে।

সন্ধ্যা ৬টার পর ঘর হতে কেউ বের হতে পারবেন না এবং এক জেলা থেকে অন্য জেলায় যাতায়াতে জাতীয় মহাসড়ক ব্যতীত উপজেলা ও ইউনিয়নের যেকোনো সীমানা দিয়ে প্রবেশ ও প্রস্থানের নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ আদেশ অমান্য করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

তবে পূর্বের নির্ধারিত সময় অনুযায়ী জরুরী পরিসেবাসমূহ আওতাবহির্ভূত থাকবে বলে গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

(দ্য রিপোর্ট/আরজেড/১১এপ্রিল,২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর