thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

সিভিল সার্জনসহ তিন চিকিৎসক করোনায় আক্রান্ত

২০২০ এপ্রিল ১১ ১৯:৩৩:৫৪
সিভিল সার্জনসহ তিন চিকিৎসক করোনায় আক্রান্ত

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ জেলার সিভিল সার্জন মোহাম্মদ ইমতিয়াজসহ তিন চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। অন্যরা হলেন, শহরের খানপুরে অবস্থিত ৩০০ শয্যার নারায়ণগঞ্জ হাসপাতালের এক চিকিৎসক ও বেসরকারি একটি হাসপাতালের আরেক চিকিৎসক।

নারায়ণগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাহিদুল এসব তথ্য জানিয়েছেন।

জাহিদুল ইসলাম জানান, সিভিল সার্জন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় ঢাকা স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক (প্রশাসন) চৌধুরী ইকবাল বাহারকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।

সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, বৃহস্পতিবার থেকে জেলা সিভিল সার্জন ইমতিয়াজ বাড়িতে কোয়ারেন্টাইনে রয়েছেন। তিনি টেলিফোনে বিভিন্ন দিক নির্দেশনা দিচ্ছেন। শুক্রবার পরীক্ষায় তার করোনা পজিটিভ আসে।

৩০০ শয্যার নারায়ণগঞ্জ হাসপাতালের আরএমও সামসুদ্দোহা সঞ্জয় জানান, হাসপাতালের ৪২ বছরের একজন চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের তত্ত্বাবধানে বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন।

তিনি জানান, চিকিৎসকেরা আক্রান্ত চিকিৎসককে কুর্মিটোলা হাসপাতালে নেওয়ার জন্য পরামর্শ দিয়েছেন।

এ ছাড়া শহরের সিটি লাইফ হাসপাতালের একজন চিকিৎসক (৪৫) পরীক্ষায় করোনা পজিটিভ হয়েছেন। তাকে অ্যাম্বুলেন্সযোগে কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, নারায়ণগঞ্জ জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক নারীসহ ৯ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন সিভিল সার্জনসহ ৫ চিকিৎসক, নার্স, ওয়ার্ড বয়সহ ৮৩ জন। সুস্থ হয়েছেন ৩ জন।

(দ্য রিপোর্ট/আরজেড/১১এপ্রিল,২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর