thereport24.com
ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১,  ২৫ জমাদিউল আউয়াল 1446

খাটের নীচে তেলের খনি!

২০২০ এপ্রিল ১৬ ০৮:৫৪:০২
খাটের নীচে তেলের খনি!

রংপুর প্রতিনিধি: রংপুর নগরীর মধ্য পার্বতীপুর এলাকায় অবৈধভাবে খাটের নীচে গুদামজাত করে রাখা এক হাজার ২৪৮ বোতল টিসিবির সয়াবিন তেল জব্দ করেছে মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ। এসময় আব্দুল হানিফ নামের এক কালোবাজারি ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।

রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের এডিসি উজ্জল প্রসাদ পাঠক জানান, কালোবাজারিদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযানের অংশ হিসেবে বুধবার রাত দশটায় ব্যবসায়ী আব্দুল হানিফ বাড়িতে অভিযান চালানো হয়। এসময় দুটি খাটের নিচে অবৈধ ভাবে মজুদ রাখা এক হাজার ২৪৮ লিটার টিসিবির সয়াবিন তেল জব্দ করা হয়।

এসব পণ্য কালোবাজারে ক্রয় করে তা বেশি দামে বিক্রয় করে আসছিলেন ওই ব্যবসায়ী। তাকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে। গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা আরও জানান, গত এক সপ্তাহের ব্যবধানে পৃথক আরও চারটি অভিযানে টিসিবির ২ হাজার লিটার সয়াবিন তেল, বিপুল পরিমাণ চিনি, মসুর ডাল, উদ্ধার করে ঘটনাস্থল থেকে সাত জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে।

(দ্য রিপোর্ট/আরজেড/১৬এপ্রিল,২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর