thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

গোপালগঞ্জের আরও ৭ পুলিশ করোনায় আক্রান্ত

২০২০ এপ্রিল ১৬ ১৫:৩৪:৫৬
গোপালগঞ্জের আরও ৭ পুলিশ করোনায় আক্রান্ত

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে আরো ৭ পুলিশ সদস্যসহ ৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মুকসুদপুর থানার ১০ পুলিশ সদস্যসহ ১৭ জনের শরীরে করোনার অস্তিত্ব পাওয়া গেল।

গোপালগঞ্জর সিভিল সার্জন ডা: নিয়াজ মোহাম্মদ গণমাধমকর্মীদের এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, জেলা থেকে ২২০ জনের নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে ১৬৭ জনের রিপোর্ট পাওয়া গেছে। এর মধ্যে ১৭ জনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত পাওয়া যায়। বাকীদের রিপোর্ট এখনো পাওয়া যায়নি।

এ নিয়ে জেলার মুকসুদপুরে ১০ পুলিশ সদস্য, সদর উপজেলায় ৩ জন, টুঙ্গিপাড়া উপজেলায় ৩ জন এবং কোটালীপাড়া উপজেলায় এক জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তদের জেলা ও উপজেলা পর্যায়ে আইসোলেশন সেন্টারে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

এদিকে, করোনার উপসর্গ নিয়ে এ পর্যন্ত জেলায় তিন নারীর মৃত্যূ হয়েছে। তাদের নমূনা সংগ্রহ করে আইইডিসিআর-এ পাঠানো হয়েছে।

(দ্য রিপোর্ট/আরজেড/১৬এপ্রিল,২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর