thereport24.com
ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১,  ২৫ জমাদিউল আউয়াল 1446

৭ চিকিৎসকসহ ২৭ জনের করোনা শনাক্ত; হাসপাতাল লক ডাউন

২০২০ এপ্রিল ২৮ ১৫:০৮:৫৪
৭ চিকিৎসকসহ ২৭ জনের করোনা শনাক্ত; হাসপাতাল লক ডাউন

দ্য রিপোর্ট প্রতিবেদক: আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রের ৭ ডাক্তারসহ ১৭ জন স্বাস্থ্যকর্মীর করোনা শনাক্ত হয়েছে। এছাড়া সেখানকার আরো ১০ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্ত ডাক্তার ও নার্সরা শরীরে করোনা নিয়ে কদিন ধরেই হাসপাতালে দায়িত্ব পালন করে আসছিলেন। হাসপাতালটি লক ডাউন ঘোষণা করা হয়েছে।

আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাদি জিয়া উদ্দিন আহমেদ জানান, যাদের পজিটিভ এসেছে তাদের নমুনা পরীক্ষা করা হয় কুষ্টিয়া সরকারি হাসপাতাল ল্যাবে। এদের মধ্যে ৭জন ডাক্তার, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মী রয়েছেন।”

তিনি আরো বলেন, “শনাক্ত হওয়া প্রত্যকে আইসোলেশনে রয়েছেন। হাসপাতালের বাদ বাকিদের জরুরীভিত্তিতে নমুনা সংগ্রহ করে পরীক্ষার চেষ্টা করা হচ্ছে।”

(দ্য রিপোর্ট/আরজেড/২৮এপ্রিল,২০২০)a

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর