thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

চট্টগ্রামে ত্রাণ নিয়ে বিরোধ: আ.লীগ নেতাকে পিটিয়ে হত্যা

২০২০ মে ০৭ ১২:১৭:০৫
চট্টগ্রামে ত্রাণ নিয়ে বিরোধ: আ.লীগ নেতাকে পিটিয়ে হত্যা

চট্রগ্রাম প্রতিনিধি: ত্রাণ বন্টন নিয়ে কথা কাটাকাটির জেরে প্রতিপক্ষের মারধরে বুধবার দিবাগত রাতে নিহত হয়েছে এক আওয়ামী লীগ নেতা। নিহত ওই আওয়ামী লীগ নেতার নাম মো. বখতিয়ার সিকদার (৪৯)।

তিনি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এবং ওই এলাকার মনির আহমদের ছেলে।

নিহতের বড় ভাই ইউপি সদস্য মো. লোকমান বলেন, ‘আমার ছোট ভাই গড়দুয়ারা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ত্রাণ বিতরণ কমিটির সচিব। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে সিকদার বাড়ি মসজিদ সংলগ্ন এলাকায় একই ওয়ার্ডের সৈয়দ আহসান উল্লাহ মিয়াজি বাড়ির আবদুল হালিমের ছেলে মো. রানা (২৮) তাদের এলাকায় সঠিকভাবে ত্রাণ বিতরণ হচ্ছে না এমন অভিযাগ করে।’

এ সময় ওই স্থানে উপস্থিত নিহত বখতিয়ার সিকদার অভিযোগকারী যুবক রানার বক্তব্যে আপত্তি জানায়। একপর্যায়ে উভয়ের মধ্যে কাথা কাটাকাটি শুরু হলে স্থানীয় এলাকাবাসীর উপস্থিতিতে বিষয়টি মীমাংসা হয়ে যায়।

যুবলীগ নেতা তারিকুল কালাম তুহিন জানান, বুধবার বিকাল ৫টার দিকে আগের দিনের কথাকাটাটির জেরে রানাসহ আরও ২-৩ জন বখতিয়ার সিকদারকে একা পেয়ে কিল-ঘুষি দিয়ে আহত করে। তাকে হাসপাতালে নেয়ার পর রাতে তার মৃত্যু হয়।

হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মাসুম জানান, তুচ্ছ ঘটনা নিয়ে কথা কাটাকাটির জের ধরে একই এলাকার যুবক রানা ও মুন্নাসহ আরও ২-৩ জনের কিল-ঘুষিতে আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনা তদন্ত করা হচ্ছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

(দ্য রিপোর্ট/আরজেড/০৭মে, ২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর