thereport24.com
ঢাকা, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১,  ২৮ রবিউস সানি 1446

এবার নিয়োগ পেলেন ৫০৫৪ জন নার্স

২০২০ মে ০৭ ২০:২৫:৫১
এবার নিয়োগ পেলেন ৫০৫৪ জন নার্স

দ্য রিপোর্ট প্রতিবেদক: করোনাভাইরাসের ফলে সৃষ্ট পরিস্থিতি মোকাবেলায় এবার পাঁচ হাজার ৫৪ জন নার্স নিয়োগ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। এর আগে দুই হাজার চিকিৎসক নিয়োগ দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়।

বৃহস্পতিবার সন্ধ্যায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় পাঁচ হাজার ৫৪ জন নার্সকে সিনিয়র স্টাফ নার্স হিসেবে দেশের বিভিন্ন কোভিট ডেডিকেটেড হাসপাতালে পদায়নের জন্য সাময়িকভাবে নিয়োগ প্রদান করেছে। নিয়োগপ্রাপ্তরা আগামী ১৩ মে নিজ নিজ কর্মস্থলে যোগদান করবে।

এর আগে গত ২৫ এপ্রিল করোনা মোকাবেলায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে জনপ্রশাসন বরাবর দুই হাজার চিকিৎসক ও ছয় হাজার নার্সের জন্য চিঠি দেয়া হয়। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ কর্মকমিশন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের কাছে সুপারিশকৃত নার্সের তালিকা থেকে এই ৫০৫৪ জন নার্সকে সাময়িকভাবে পদায়ন করা হলো।

গত ৪ মে দুই হাজার চিকিৎসক নিয়োগের প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এই চিকিৎসকদের ১২ মে মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে।

(দ্য রিপোর্ট/আরজেড/০৭মে, ২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর