thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

নারায়ণগঞ্জে বিস্ফোরণ: অন্তঃসত্ত্বা নারী ও ২ শিশু নিহত

২০২০ মে ০৮ ১০:০০:৪০
নারায়ণগঞ্জে বিস্ফোরণ: অন্তঃসত্ত্বা নারী ও ২ শিশু নিহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের বন্দরে একটি ৬ তলা বাড়ির সেপটিক ট্যাংক বিস্ফোরণে বাড়িটির নিচতলায় বসবাসরত অন্তঃসত্ত্বা নারী ও দুই শিশু মারা গেছে। এসময় আরও ৬ জন গুরুতর আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

এতে পাশের একটি ৪ তলা বাড়ি ও একটি টিনশেড বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

শুক্রবার (৮ মে) সকালে বন্দরের দিঘিরপাড় এলাকায় রফিকুল ইসলাম হাসানের মোল্লা বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দুই ভাই মাসনুন (৮) ও জিসান (১২) ও অন্তঃসত্ত্বা লাবনী (২৮)। বাকি আহতদের নাম তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, সকাল ৬টায় বিস্ফোরণের পর ঘটনাস্থলে ২ শিশুর মৃত্যু হয়। এসময় বাকি আরো ৬ জন আহত হয়। এর মধ্যে অন্তঃসত্ত্বা এক নারীকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিক্যালে পাঠানো হয়েছে। পরে তার মৃত্যু হয়।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন বলেন, সকালে বিস্ফোরণের খবর পেয়ে আমাদের বন্দর স্টেশনের সদস্যরা গিয়ে দুই শিশুর মরদেহ উদ্ধার করে। সেখানে গুরুতর আহত এক অন্তঃসত্ত্বাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে পাঠানো হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। এছাড়া আরও ৬ জন আহত হয়েছে।

(দ্য রিপোর্ট/আরজেড/০৮মে, ২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর