thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

১১ লাখ টাকা ছিনতাইকালে ছাত্রলীগের ৩ নেতাকর্মী গ্রেফতার

২০২০ মে ১১ ১০:১৫:৩০
১১ লাখ টাকা ছিনতাইকালে ছাত্রলীগের ৩ নেতাকর্মী গ্রেফতার

পাবনা প্রতিনিধি: পাবনায় এক ব্যবসায়ীর কাছ থেকে ১১ লাখ ছিনতাইয়ের সময় জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রুহুল আমিনসহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১০ মে) দুপুরে জেলার আতাইকুলা থানার ভুলবাড়িয়া ইউনিয়নের বৃহস্পতিপুর ব্রিজের কাছে এ ঘটনা ঘটেছে।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিরুল আলম জানান, রবিবার দুপুরে স্থানীয় ব্যবসায়ী সিরাজুল ইসলাম সূর্য নগদ প্রায় সাড়ে ৫ লাখ টাকা এবং ৭ লাখ টাকার একটি চেক নিয়ে আতাইকুলা বাজারে আসার পথে বৃহস্পতিপুর ব্রিজের কাছে ছিনতাইকারীদের কবলে পড়েন। এসময় তার চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে ৩ ছিনতাইকারীকে ধরে পুলিশে সোপর্দ করেন। ছিনতাইকারীদের মধ্যে পাবনা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রুহুল আমিন এবং ছাত্রলীগ কর্মী রানা ও শিপন রহমান রয়েছে।

পাবনার সহকারী পুলিশ সুপার (সদও সার্কেল) ইবনে মিজান বলেন, আটককৃতদের পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরে বিস্তারিত জানানো হবে।

(দ্য রিপোর্ট/আরজেড/১১মে, ২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর