thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

শোলাকিয়ায় এবার হবে না ঈদের জামাত

২০২০ মে ১৫ ১৮:২৮:১৬
শোলাকিয়ায় এবার হবে না ঈদের জামাত

কিশোরগঞ্জ প্রতিনিধি: দেশের সবচেয়ে বড় ঈদের জামাত হয় কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠে। তবে এবার করোনাভাইরাসের সংক্রমণ রোধে শোলাকিয়ায় ঈদের জামাত হবে না।

শুক্রবার (১৫ মে) কিশোরগঞ্জ জেলা প্রশাসক ও শোলাকিয়া ঈদগাহ কমিটির সভাপতি মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ধর্ম মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে যে, উন্মুক্ত স্থানে ঈদের জামাত করা যাবে না। মুসল্লিদের জীবনের ঝুঁকি ও নিরাপত্তার কথা বিবেচনা করে ঈদের জামাত খোলা জায়গার পরিবর্তে নিকটস্থ মসজিদে আদায় করতে হবে। শোলাকিয়ায় লাখো মুসল্লির সমাগম হয়। তাই তাদের স্বাস্থ্য নিরাপত্তার কথা বিবেচনা করে এবারের ঈদ জামাত হবে না।

জনশ্রতি আছে, ১৮২৮ সালে এই মাঠে ঈদের জামাতে সোয়া লাখ মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করেছিলেন। সেই থেকে এ মাঠের নাম হয় ‘সোয়া লাখিয়া’, যা এখন শোলাকিয়া নামে পরিচিত।

(দ্য রিপোর্ট/আরজেড/১৫মে, ২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর