thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

দুর্বৃত্তের গুলিতে স্বেচ্ছাসেবক লীগ সা. সম্পাদক নিহত

২০২০ জুন ১২ ০৯:৫৬:১২
দুর্বৃত্তের গুলিতে স্বেচ্ছাসেবক লীগ সা. সম্পাদক নিহত

চট্টগ্রাম প্রতিনিধি: দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন ফটিকছড়ি উপজেলার নানুপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রাশেদ কামাল (৩৬)। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে নানুপুর বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, গুলিতে গুরুতর আহত অবস্থায় পথচারীরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

নাজিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. কামরুল হাসান জানান, নিহতে শরীরে গুলি ছাড়াও বিভিন্নস্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

স্থানীয়রা জানায়, নিহত স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রাশেদ কামাল এলাকায় নানা বিতর্কিত কর্মকাণ্ডের কারণে আলোচিত-সমালোচিত ছিলেন। ২০১৯ সালের ১২ অক্টোবর এই নানুপুর বাজার থেকেই তাকে আটক করে নিয়ে যায় গোয়েন্দা পুলিশ। স্থাণীয়দের ধারণা, আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে।

এর আগে গত ২৫ মে ঈদের দিন ফটিকছড়ি উপজেলার খিরাম ইউনিয়নে দুর্বৃত্তদের গুলিতে মো. জব্বার আলী (৩৭) নামের এক ইউপি সদস্য খুন হন। তিনি খিরাম ইউনিয়ন পরিষদের (ইউপি) ৫ নং ওয়ার্ডের সদস্য ছিলেন।

(দ্য রিপোর্ট/আরজেড/১২জুন, ২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর