thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

টাঙ্গাইলে এক বাড়িতেই মিললো ৪ লাশ

২০২০ জুলাই ১৭ ১৫:০৩:২৪
টাঙ্গাইলে এক বাড়িতেই মিললো ৪ লাশ

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের মধুপুর উপজেলার মাষ্টার পাড়ার একটি বাসায় একই পরিবারের ৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে। ওই বাড়িটি এখন পুলিশ ঘিরে রেখেছে।

শুক্রবার সকালে পৌর এলাকার উত্তরা আবাসিক এলাকা থেকে লাশগুলো উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- ভ্যানরিকশা ব্যবসায়ী গণি মিয়া (৪৫), তার স্ত্রী কাজিরন ওরফে বুচি (৩৮), ছেলে তাজেল (১৭) ও মেয়ে সাদিয়া (৮)।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত দুদিন ধরে বাড়িটি তালাবদ্ধ ছিল। আজ ভোরে গণি মিয়ার শাশুড়ি এসে বাইরে থেকে তালা লাগানো দেখে ডাকাডাকি করেন। সাড়াশব্দ না পেয়ে এলাকাবাসীল সহায়তায় তালা ভেঙে ভেতরে গিয়ে ৪ জনের লাশ পড়ে থাকতে দেখা যায়।

টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার শফিকুল ইসলাম জানান, নিহত ৪ জনের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। কারা, কী কারণে তাদের হত্যা করেছে তা খতিয়ে দেখা হচ্ছে। লাশগুলো থেকে দুর্গন্ধ বের হওয়ায় কয়েকদিন আগে তাদের হত্যা করা হয়েছে বলেও ধারণা করছে পুলিশ।

(দ্য রিপোর্ট/আরজেড/১৭জুলাই, ২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর