thereport24.com
ঢাকা, সোমবার, ৬ জানুয়ারি 25, ২৩ পৌষ ১৪৩১,  ৬ রজব 1446

বৈরুতে বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত

২০২০ আগস্ট ০৫ ১৮:৪৫:৫৬
বৈরুতে বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত

দ্য রিপোর্ট ডেস্ক: লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিস্ফোরণে ৩ বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। লেবাননে বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে।

নিহতরা হলেন- মেহেদী হাসান ও মিজানুর রহমান। অপর এক জনের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

দূতাবাসের ওই কর্মকর্তা জানান, লেবাননের ভয়াবহ বিস্ফোরণে দুই বাংলাদেশি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া বাংলাদেশ নৌবাহিনীর একটি জাহাজের ২১ সদস্য আহত হয়েছেন। আহতদের মধ্যে পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রসঙ্গত, লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিস্ফোরণে এখন পর্যন্ত ১০০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৪ হাজার জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যার পরে ভয়াবহ ওই বিস্ফোরণ ঘটে।

(দ্য রিপোর্ট/আরজেড/০৫আগস্ট, ২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

প্রবাস কথা এর সর্বশেষ খবর

প্রবাস কথা - এর সব খবর