thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১,  ২৪ জমাদিউল আউয়াল 1446

ঝিকরগাছায় ইসলামী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

২০২০ আগস্ট ২৭ ০০:৩৫:৩০
ঝিকরগাছায় ইসলামী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

ঝিকরগাছা প্রতিনিধি: যশোরের ঝিকরগাছায় ইসলামী ব্যাংকের পল্লী উন্নয়ন প্রকল্পের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকেলে উপজেলার কীর্তিপুর গ্রামে প্রকল্পের সদস্যদের মধ্যে বিভিন্ন প্রকারের ফলদ গাছ বিতরণ করা হয়।

এর আগে স্বাস্থ্যবিধি মেনে প্রকল্পের সদস্যদের উপস্থিতিতে একটি সমাবেশের আয়োজন করা হয়। এতে ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান মো. রুহুল আমিন সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলার উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. মফিজুর রহমান। তিনি তার বক্তব্যে গাছ রোপণের উপযোগিতার নানাদিক তুলে ধরেন এবং ব্যাংকের উদ্যোগের ভুয়সী প্রশংসা করেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, দারুল উলুম কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাও. লুৎফর রহমান, ব্যাংকের প্রকল্প কর্মকর্তা মো. আব্দুল্লাহ প্রমুখ।

মুজিববর্ষ উপলক্ষ্যে সরকারের ১ কোটি গাছের রোপণ কর্মসূচির সাথে একাত্মতা ঘোষণা করে এ বছরের প্রতিপাদ্য করা হয়েছে-“ মুজিব বর্ষের আহ্বান, লাগাই গাছ বাড়াই বন।”

ইসলামী ব্যাংক ঝিকরগাছা উপজেলায় ৫ হাজার চারাবিতরণ করবে বলে জানানো হয়েছে।

(দ্য রিপোর্ট/একেএমএম/ আগস্ট ২৬,২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর