thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

বিবস্ত্র করে নারী নির্যাতন: ইউপি সদস্যসহ আরও ২ জন গ্রেপ্তার

২০২০ অক্টোবর ০৬ ১০:১৬:২১
বিবস্ত্র করে নারী নির্যাতন: ইউপি সদস্যসহ আরও ২ জন গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় নিজ ঘরে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় আরও দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৫ অক্টোবর) দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) হারুন অর রশিদ জানান, মামলার এজাহারভুক্ত ৫নং আসামি সাজুকে গোপন সংবাদে ঢাকার শাহবাগ থেকে গ্রেপ্তার করা হয়। আর একলাশপুর ইউনিয়ন পরিষদের সদস্য সোহাগকে নির্যাতিত নারীর আদালতে দেওয়া ২২ ধারার জবানবন্দির ভিত্তিতে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

মামলার প্রধান আসামি বাদলের সঙ্গে এই দুই আসামিকেও আজ মঙ্গলবার আদালতে তুলে রিমান্ডের আবেদন করা হবে বলে জানিয়েছেন ওসি হারুন অর রশিদ।

এ নিয়ে এই মামলায় মোট ছয় আসামি গ্রেপ্তার হলো। গত রোববার (৪ অক্টোবর) রাতে নির্যাতিত নারী বাদী হয়ে বেগমগঞ্জ মডেল থানায় নারী ও শিশু নির্যাতন আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে ৯ জনের বিরুদ্ধে ২টি মামলা দায়ের করেন।

(দ্য রিপোর্ট/আরজেড/০৬ অক্টোবর, ২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর