thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

এবার ধর্ষণের অভিযোগে কনস্টেবলের বিরুদ্ধে মামলা

২০২০ অক্টোবর ০৮ ১০:৫৮:২০
এবার ধর্ষণের অভিযোগে কনস্টেবলের বিরুদ্ধে মামলা

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। বুধবার (৭ অক্টোবর) রাত ১১টায় আব্দুল কুদ্দুস নয়ন নামে রাজারবাগ পুলিশ লাইনের এক কনস্টেবলের বিরুদ্ধে এ মামলা করেন ওই নারী।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ফারুক জানান, ‘গৃহবধূ ধর্ষণের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করা হয়েছে। মিজমিজি এলাকায় একটি বিউটি পার্লারে কাজ করতো ওই গৃহবধূ। কয়েক বছর আগে প্রেমের সূত্র ধরেই তদের বিয়ে হয়। তবে কোন কাবিননামা ও বিয়ের রেজিস্ট্রি নথি নেই। মসজিদের হুজুর ডেকে বিয়ে পড়ানো হয়।’

তিনি জানান, ‘অভিযোগে ওই নারী বলেন বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে ধর্ষণ করে নয়ন। অভিযুক্ত পুলিশ কনস্টেবল বর্তমানে রাজার বাগ পুলিশ লাইনে কর্মরত আছেন।’

ঘটনার তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান পুলিশ অফিসার।

(দ্য রিপোর্ট/আরজেড/০৮ অক্টোবর, ২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর