thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

চট্টগ্রামে গৃহবধূকে রিকশা থেকে নামিয়ে গণধর্ষণ

২০২০ অক্টোবর ০৯ ১৯:২৭:১৬
চট্টগ্রামে গৃহবধূকে রিকশা থেকে নামিয়ে গণধর্ষণ

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামে বাসায় ফেরার রিকশা থেকে নামিয়ে পথে গৃহবধূকে (২২) গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার রাতে নগরের চান্দগাঁও থানার মৌলভীপুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ওই গৃহবধূ চিকিৎসাধীন রয়েছেন। ধর্ষণের ঘটনায় জড়িত সন্দেহে ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) বিজয় বশাক জানান, শুক্রবার ভোর থেকে দুপুর পর্যন্ত নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

আজ বিকেল সাড়ে পাঁচটার দিকে নগর পুলিশের উপকমিশনার (উত্তর) বিজয় বসাক তাঁর কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন।

সূত্র জানায়, রাঙ্গুনিয়া থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে নগরের চান্দগাঁও এলাকায় নামেন ওই গৃহবধূ। সেখানে থেকে রিকশায় নগরের চকবাজারের বাসায় যাওয়ার জন্য রওনা হন।

মৌলভী পুকুরপাড় এলাকায় পৌঁছলে তাকে রিকশা থেকে নামিয়ে রাস্তার পাশে একটি ডাস্টবিনের আড়ালে নিয়ে পালাক্রমে ধর্ষণ করা হয়। পরে রাতে ওই গৃহবধূকে হাসপাতালে ভর্তি করা হয়।

(দ্য রিপোর্ট/আরজেড/০৯ অক্টোবর, ২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর