thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই চালক নিহত

২০২০ নভেম্বর ০২ ১২:২৯:৩৯
সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই চালক নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশের খালকুলায় সড়ক দুর্ঘটনায় ২ চালক নিহত হয়েছে।

সোমবার সকালে সিরাজগঞ্জের হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের তাড়াশের খালকুলায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-রাজশাহীর বাঘা থানার মতিহার গ্রামের লাল চাঁদের ছেলে ট্রাক চালক জামিউল হোসেন (৪৩) এবং নোয়াখালী গ্রামের চর জব্বার থানার চর মহিউদ্দিন গ্রামের ইউসুফ আলীর ছেলে আইয়ুব আলী (২৮)। পুলিশ তাদের দুজনের লাশ উদ্ধার করেছে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি নুরন্নবী প্রধান জানান, চট্টগ্রাম থেকে পাবনার ঈশ্বরদী গামী একটি মালবাহী লংভিকেল গাড়ী সোমবার সকালে সিরাজগঞ্জের হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের তাড়াশের খালকুলায় পৌছলে বিপরীত দিক থেকে আসা ঢাকা গামী আলু বোঝাই ট্রাকের সাথে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই উভয় গাড়ীর চালকেরা নিহত হয়। খবর পেয়ে পুলিশ তাদের লাশ উদ্ধার করে।

(দ্য রিপোর্ট/আরজেড/০২নভেম্বর , ২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর