thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

স্থানীয় যুবককে গুলি করে হত্যা করল রোহিঙ্গারা

২০২০ নভেম্বর ০৫ ১৬:১১:০৪
স্থানীয় যুবককে গুলি করে হত্যা করল রোহিঙ্গারা

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে বাসায় ঢুকে আবদুস শুক্কুর (৩০) নামে স্থানীয় এক যুবককে গুলি করে হত্যা করেছে রোহিঙ্গারা।

আজ বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের শালবাগান এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবদুস শুক্কুর ওই এলাকার আবুল বশরের ছেলে।

নিহত যুবক আবদুস শুক্কুরের চাচা আবুল হাসেম জানান, ‘সকালে কিছু বুঝে ওঠার আগেই শালবাগান রোহিঙ্গা ক্যাম্পের জকি ডাকাতের নেতৃত্বে একদল সশস্ত্র রোহিঙ্গা সন্ত্রাসী বাসায় ঢুকে আব্দুর শুক্কুরকে টেনে বের করে পরপর তিনটি গুলি করে রোহিঙ্গা ক্যাম্পের দিকে চলে যায়। যাওয়ার সময় আমাকেও হত্যার হুমকি দিয়ে যায়। পরে খবর পেয়ে রোহিঙ্গা ক্যাম্পে দায়িত্বরত এপিবিএন সদস্য ও টেকনাফ থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আবদুল আলীম জানিয়েছেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় অপরাধীদের ধরার চেষ্টা চলছে।’

(দ্য রিপোর্ট/আরজেড/০৫নভেম্বর , ২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর