thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

দুই বোনের মৃত্যু: বাবা ও সৎমা আটক

২০২০ নভেম্বর ০৭ ১০:৫৭:৪৬
দুই বোনের মৃত্যু: বাবা ও সৎমা আটক

দ্য রিপোর্ট প্রতিবেদক, শরীয়তপু‌র: আপন দুই বোনের রহস্যজনক মৃত্যু হয়েছে। তবে তাদের বিষপান করিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে শরীয়তপু‌রের ভেদরগঞ্জ উপজেলায় রামভদ্রপুর ইউনিয়নের পাঁচালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সৎ মা সূর্য ম‌নি (২৫) ও বাবা মো. শুকুর মৃধাকে (৪২) জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে ভেদরগঞ্জ থানা পুলিশ। মৃত দুই বোনের নাম-সোয়া ম‌নি (৮) ও তোয়া ম‌নি (৭)। তারা ওই গ্রামের মো. শুকুর মৃধার মেয়ে।

পু‌লিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপ‌জেলার পাঁচালিয়া গ্রামে দুই শিশু অসু্স্থ হয়ে পড়ে। অসুস্থ অবস্থায় শিশুদের বাবা শুকুর মৃধা ও স্থানীয় লোকজন তাদের শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুই বোনের মৃত্যু হয়।

এ বিষয়ে ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম রশিদুল বারী বলেন, দুই শিশুর মৃত্যুর কারণ জানা নেই। তবে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

(দ্য রিপোর্ট/আরজেড/০৭নভেম্বর, ২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর