thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

ঘুমন্ত বাবা-মায়ের পাশ থেকে চুরি হওয়া নবজাতকের মরদেহ উদ্ধার

২০২০ নভেম্বর ১৮ ১১:৩৩:১২
ঘুমন্ত বাবা-মায়ের পাশ থেকে চুরি হওয়া নবজাতকের মরদেহ উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি: মোরেলগঞ্জে ঘুমন্ত বাবা-মায়ের পাশ থেকে চুরি হয়ে যাওয়া সোহানা (১৭ দিন বয়স) নামে নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) সকালে উপজেলার গাবতলা গ্রামে নবজাতকটির ঘরের সামনের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নবজাতকের বাবা সুজন খান বলেন, আমার বাবা ফজরের নামাজ শেষে বাড়ি ফেরার পথে পুকুরে মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ আসার আগেই মরদেহ উদ্ধার করে স্বজনরা।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, খবর পেয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। যে পুকুরে মরদেহটি পাওয়া গেছে চুরি যাওয়ার পর ওই পুকুরেও তল্লাশি করা হয়েছিল। সব বিষয় আমলে নিয়ে মূল রহস্য উৎঘটনের চেষ্টা করছি।

মোরেলগঞ্জ উপজেলার গাবতলা গ্রামের সুজন খান ও শান্তা আক্তার দম্পতির সন্তান সোহানা রাতে বাবা-মায়ের সঙ্গে ঘুমিয়েছিল। রোববার (১৫ নভেম্বর) মধ্য রাতের কোনো এক সময় মা-বাবার মাঝ থেকে শিশুটিকে চুরি করে নিয়ে যায় দুবৃর্ত্তরা। পরে সোমবার (১৬ নভেম্বর) রাতে অজ্ঞাতনামা আসামি করে থানায় মামলা করে শিশুটির দাদা আলী হোসেন খান।

(দ্য রিপোর্ট/আরজেড/১৮নভেম্বর, ২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর